1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-ছাত্রলীগ সংর্ঘষে গুলিবিদ্ধ তিনজন

২৯ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন৷ পুলিশ দুইজনকে আটক করেছে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির এ ঘটনায়৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/O. Killig

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান আড়াইহাজার বাজার এলাকায় রোববার রাত রাতের এ ঘটনার কথা জানান৷ তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে রোববার বিকেলে বাজার এলাকায় স্থানীয় ছেলেদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়৷ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনুর লোকজন ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহম্মেদের লোকজনের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়৷

গুলিবিদ্ধ তিনজন মো. রাসেল (৩৫), রায়হান (২১) ও হাকিম মিয়ার (২২) বাড়ি ওই এলাকায়৷গুলিবিদ্ধ তিনজনর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আরিফ ভূঁইয়া৷ 

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু এবং ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহম্মেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা সাড়া দেননি৷

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানিয়েছেন ওসি আনিচুর রহমান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ