1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-জামায়েতের হরতালের প্রথম দিন প্রবল উত্তেজনা

৬ জুলাই ২০১১

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক আহত হয়েছেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই ঘটনাকে অনাকাঙ্খিত বলেছেন৷

Female police officers baton charge activists of Bangladesh main opposition Awami League during a general strike in Dhaka, Bangladesh, Wednesday, May 18, 2005. A general strike called Wednesday by the Awami League to protest the killing of an opposition politician shut down schools and shops and disrupted traffic across the Bangladeshi capital. (AP Photo/Alam Mohammad)
হরতালের প্রথমদিনে উত্তাপ ছড়িয়ে দিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনাছবি: AP

বিরোধী দলের টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে আজ উত্তাপ ছড়িয়ে দিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনা৷ সকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের পদযাত্রার নেতৃত্ব দিতে গিয়ে তিনি আহত হন৷ তার মাথা ফেটে রক্তাক্ত হয়৷

তাকে হাসপাতালে নেয়ার পর সেখানে এই ঘটনা নিয়ে কথা বলেন, বিএনপি'র সংসদ সদস্য আশরাফ উদ্দিন আহমেদ নিজাম৷ তিনি অভিযোগ করেন, পুলিশ তার ওপর আক্রমণ চালায় এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করে৷ তবে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি৷ সংসদ ভবন এলাকায় এই ঘটনার সময় দায়িত্বপালনকারী পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হারুনুর রশীদ দাবি করেন সংসদ সদস্যদের হামলায় ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷ তারা গাড়িও ভাংচুর করেছেন৷

দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা : বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: AP

এদিকে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় পুলিশ সকাল থেকেই অবরুদ্ধ করে রাখে৷ নেতা-কর্মীদের পার্টি অফিসের ভিতরে ঢুকতে দেয়া হয়নি৷ বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী জানান, মিছিল-পিকেটিং না করার পরও তাদের অবরুদ্ধ করে রাখা হয়৷

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনায় দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷ তিনি একে অনাকাঙ্খিত উল্লেখ করে বলেন, সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে৷ তিনি জানান, পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ির প্রমাণ পওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷ আর বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা৷

প্রথম দিনের হরতালে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ গলির দোকান পাট খুললেও বড় মার্কেট বা শপিংমলগুলো ছিল বন্ধ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ