অনেক কথা আর আলোচনার শেষে সোমবার ঢাকাসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট৷ ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের পর এটাই জোটের প্রথম হরতাল, যা ঘোষণা করা হয় শনিবার৷
বিজ্ঞাপন
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি জোট এই হরতাল পালন করছে৷ এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অপরসারণ বা অভিশংসনের ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে৷ এর আগে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ছিল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে৷
বিএনপি আগেই বলেছে, এই সংশোধনীর মাধ্যমে সরকার বিচারব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ তাই এই আইন পাসের ফলে দেশে বিচারব্যবস্থা বলে কিছু থাকবে না৷
জানা গেছে, শনিবার অনেকটা আকস্মিকভাবেই বিএনপি এই হরতালের সিদ্ধান্ত নেয়৷ এর আগে তারা ঢাকাসহ সারাদেশে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করলেও, হরতালের পরিকল্পনা তাদের ছিল না৷ তবে সাম্প্রতিক সময়ে জোটে টানাপোড়েন এবং জোটে জামায়াতের অবস্থান বুঝতেই নাকি এই হরতাল দেয়া হয়েছে৷
বিশেষ করে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের পর, বিএনপিতে জামায়াত নিয়ে সন্দেহ প্রবল হয়৷ সোমবারের এই হরতালে জামায়াত কতটুকু সক্রিয়ভাবে অংশ নেয়, সেটা দেখতে চায় বিএনপি৷
উল্লেখ্য, ৫ই জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জোট বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার' বলে অভিহিত করে৷ তারা সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য কঠোর আন্দোলনের কথা বলে আসছিল নির্বাচনের পরদিন থেকেই৷ কিন্তু কিছু সভা-সমাবেশ ছাড়া তাদের আর তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি৷ কারণ দলীয় নেতারা মনে করেন, সরকার বিরোধী কঠোর আন্দোলনের জন্য সংগঠন পুরোপুরি প্রস্তুত নয়৷
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘‘সরকার হামলা আর মামলার মাধ্যমে, দলীয় নেতা-কর্মীদের বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷'' রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, হরতাল বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে৷ হরতালের আগে বিভিন্ন জেলা থেকে অন্তত ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়৷
হরতালের আগুনে জ্বলছে বাংলাদেশ
যুদ্ধাপরাধের বিচারের প্রতিবাদে চলতি সপ্তাহে হরতালের সূচনা করে জামায়াত-শিবির৷ এএফপির হিসেবে গত ২১শে জানুয়ারি থেকে ৪ই মার্চের মধ্যে বাংলাদেশে সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ হরতালের কিছু ছবি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
বরিশালে অগ্নিসংযোগ
জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিন ৪ই মার্চ বরিশালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ করছে দলটির সমর্থকরা৷ এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় হরতালের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলায় অংশ নেয় জামায়াত-শিবিরের সমর্থকরা৷ উদ্দেশ্য, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা৷
ছবি: Reuters
সহিংসতায় নিহত কমপক্ষে ৮০
ঢাকায় ৪ মার্চ হরতাল চলাকালে জামায়াতে ইসলামী কর্মী সন্দেহে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ৷ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে গত ২১শে জানুয়ারি থেকে জামায়াত-শিবিরের বিভিন্ন সহিংস কর্মসূচিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ নিহতদের মধ্যে জামায়াত-শিবিরের সদস্য ছাড়াও পুলিশ, আওয়ামী লীগ কর্মী, নিরীহ পথচারী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকও রয়েছেন৷
ছবি: Reuters
ট্রেনে আগুন
ঢাকায় হরতাল চলাকালে ৪ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত একটি ট্রেনে আগুন লাগে৷ ছবিতে আগুন নেভানোর চেষ্টা করছেন জনতা৷ ঢাকা থেকে নোয়াখালিগামী ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে৷ রেলমন্ত্রী মাজিবুল হক ট্রেনে অগ্নিসংযোগের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন৷
ছবি: Reuters
মসজিদ থেকে গ্রেপ্তার
হরতাল চলাকালে ৪ মার্চ ঢাকার একটি মসজিদ থেকে জামায়াত কর্মী সন্দেহে কয়েকজনকে আটকে করে পুলিশ৷ জামায়াতের ভাইস-প্রেসিডেন্ট দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বাংলাদেশে সহিংসতার তীব্রতা বেড়ে যায়৷ ২৮ ফেব্রুয়ারি এই রায় ঘোষণার পর বিভিন্ন জায়গায় সহিংসতায় ৪ মার্চ অবধি প্রাণ হারিয়েছেন ৬৪ ব্যক্তি৷
ছবি: Reuters
অব্যাহত অগ্নিসংযোগ
হরতালের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে অগ্নিসংযোগ৷ রাস্তায় টায়ার পোড়ানো, গাড়িতে আগুন, ট্রেনে আগুন, মার্কেটে আগুন – চলতি হরতালে সবই দেখেছে বাংলাদেশের মানুষ৷ ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন হরতালের সহিংসতার ভিডিও পৌঁছে যাচ্ছে বিশ্বের সব প্রান্তে৷ ছবিতে দেখা যাচ্ছে, ৩ মার্চ রাস্তায় অগ্নিসংযোগ করছে জামায়াতের সমর্থকরা৷
ছবি: Reuters
‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের...
জীবিকার তাগিদে রাস্তায় নেমেছিলেন এই অটোরিকশা চালক৷ ২ মার্চ ঢাকায় জামায়াতের কর্মীদের ছোড়া ইটের টুকরায় গুরুতর আহত হন তিনি৷ অটোরিকশাও ভেঙ্গে গেছে৷ রাজনৈতিক সহিংসতায় এভাবেই ‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের৷
ছবি: Reuters
শরিক জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি’র তাণ্ডব
দুই মার্চ ঢাকায় এভাবেই গাড়িতে অগ্নিসংযোগ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র কর্মীরা৷ সেদিন ঢাকায় মিছিল করেছিল বিএনপি এবং জামায়াতের সমর্থকরা৷ পুলিশ অবশ্য বিরোধীদের কঠোর হাতে মোকাবিলার চেষ্টা করছে৷
ছবি: Reuters
রাবার বুলেট, বুলেট
২ মার্চ ঢাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে বন্দুকে রাবার বুলেট ‘লোড’ করছেন এক পুলিশ কর্মকর্তা৷ তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেদিন সংঘর্ষ চলাকালে সত্যিকারের বুলেটও ব্যবহার করে পুলিশ৷ এছাড়া হরতাল চলাকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পুলিশ আত্মরক্ষায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে৷
ছবি: Reuters
চোখের সামনে জ্বলছে আগুন
২ মার্চ ঢাকায় বিএনপি সমর্থকরা গাড়িতে অগ্নিসংযোগ করে৷ ছবিতে পুলিশ একটি জ্বলন্ত গাড়ি দেখছে৷ যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান সহিংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জামায়াত-শিবিরকে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷
ছবি: Reuters
একদিনে নিহত কমপক্ষে ৩৪
২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির রায় ঘোষণার দিনে সহিংসতায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪ ব্যক্তি৷ এদের মধ্যের ২৩ জন পুলিশ এবং ইসলামপন্থিদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন৷ স্বাধীনতা পরবর্তী সময়ে একদিনে এত সহিংসতা দেখেনি বাংলাদেশ৷
ছবি: AFP/Getty Images
10 ছবি1 | 10
ঢাকা মহানগরে বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান বলেন, ‘‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী৷ তাই দলের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘উসকানিতে' পা না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে৷''
তিনি বলেন, ‘‘বিএনপি জোট যে কোনো ধরণের অপ্রীতিকর অবস্থা এড়িয়ে চলতে চায়৷ এরপরও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকারকে নিতে হবে৷'' তিনি দাবি করেন, ‘‘যে কোনো ধরণের কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা বিএনপি জোটের আছে৷ সময় এলেই সেই সক্ষমতা দেখা যাবে৷''
প্রসঙ্গত, এর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে জাময়াত৷ দ্বিতীয় ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করা হয় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত৷ এরপরই বিএনপি জোটের হরতাল শুরু হয়৷
বলা বাহুল্য, জামায়াতের ডাকা বৃহস্পতি ও রবিবারের ৪৮ ঘণ্টার হরতালের পর বিএনপি জোটের এই হরতালে রবিবার থেকে দেশ মূলত ৩৬ ঘণ্টার হরতালের ফাঁদে পড়ে গেছে৷