বিএনপি জোট আবার সরকার-বিরোধী বিক্ষোভের পথে
১৮ জুন ২০১১এছাড়া একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী৷ এদিকে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩রা জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি৷
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সার ও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২১ জুন, জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধি এবং যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৮ জুন সারাদেশে বিক্ষোভ করবে তার দল৷ আর পূঁজিবাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি৷
এদিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেন৷ সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে তারা জিততে পারবে না নিশ্চিত হয়েই ষড়যন্ত্র শুরু করছে৷
এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩রা জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি৷ শনিবার সকালে রাজধানীর পুরানো পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ৷ বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে৷ এই চুক্তির বিরোধিতা করে আগামী ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেন আনু মুহাম্মদ৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন