বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে করা ডিজিটাল আইনের মামলা খারিজ
২৪ জুলাই ২০২৩রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এএম জুলফিকার হায়েত এ মামলা 'আমলে' নেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে তা খারিজের আদেশ দেন।
বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়েছে যে 'ভুক্তভোগী' এই মামলায় অভিযোগকারী হিসেবে দাঁড়াননি, বা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ও ছিলেন না।
এতে আরও বলা হয়, এর পরিবর্তে মামলাটি 'ভুক্তভোগী'র দূরের সম্পর্কে একজন দায়ের করেছিলেন। তার এই মামলা দায়ে করার এখতিয়ার নেই। বিচারক আদেশে বলেন, যে ব্যক্তি মামলাটি দায়ের করেন তিনি মিজানুর রহমান মিনুর এই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পাননি। তাই মামলাটি বাতিল করা হলো।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনামুল হককে মিজানুর রহমান মিনু 'ছাত্রশিবিরের সাবেক সভাপতি' বলে সম্বোধন করেছেন বলে দাবি করেন পারভেজ হোসেন। এমনকি, এনামুল হক কখনো ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিলেন না, এখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।
জেকে/কেএম (ডেইলি স্টার)