1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন মামলা, ৪৭ জন গ্রেপ্তার

১৮ আগস্ট ২০২১

চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে৷ বিএনপি নেতাসহ ১৫৫ জনকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৭ জনকে৷

বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ (ফাইল ছবি)ছবি: Asif Mahmud Ove/bdnews24

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, মেট্রো রেল কর্তৃপক্ষ দুইটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে৷ শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়৷

"মেট্রো রেল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় বলা হয়েছে, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করায় তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ থেকে অন্য মামলাটি করা হয়েছে৷”

পুলিশের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করার কথা জানিয়ে ওসি বলেন, "আমরা এরই মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করেছি৷ গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷”

চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছবি: Asif Mahmud Ove/bdnews24

ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হলে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ শুরু হয়৷ পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন৷ শেরেবাংলা নগর, ফার্মগেট এলাকার আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে বেশকিছু যানবাহন ভাঙচুর করেন৷

বিএনপিকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালায় বলে  দাবি করেছেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি শহীদুল্লাহ৷ অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পুলিশই বিনা উসকানিতে তার দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে৷  

ওসি জানেম আলম মুন্সী বলেন, "সেখানে যাওয়ার জন্য তারা ৫০ জনের অনুমতি নিয়েছে৷ কিন্তু শতশত লোক আসে এবং পুলিশের কাজে বাধা দেয়৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ