1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার নেতাকর্মী আসামি

২৭ অক্টোবর ২০২১

ঢাকার নয়া পল্টনে মঙ্গলবার বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বুধবার পল্টন থানায় একটি মামলা হয়েছে৷

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ছবি: bdnews24.com

এতে বিএনপি ও ছাত্রদলের ‘দেড় হাজার নেতাকর্মীকে’ আসামি করা হয়েছে বলে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘আটক ৫০জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷’’

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচিতে কর্মীরাছবি: bdnews24.com

মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে৷

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচি শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷

বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুঁড়ে ও লাটিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ