1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি প্রচারণায় পিছিয়ে, দুষছে সরকার ও কমিশনকে

যুবায়ের আহমেদ ঢাকা থেকে
২৫ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় নির্বাচনে ভোটের প্রচারণায় ঢাকায় নেই বিএনপির সরব উপস্থিতি৷ অনেক আসনেই সরকারি দল আওয়ামী লীগ ছাড়াও অন্য অনেক দলের চেয়েও তাদের পোস্টার অনেক কম৷

ছবি: bdnews24.com

সারা দেশে নির্বাচনের উত্তাপ৷ সেই উত্তাপ টের পাচ্ছেন উবার চালক সাইফুল ইসলামও৷ কাজের তাগিদেই ঘুরতে হয় সারা ঢাকায়৷ তাই কোথায় কেমন প্রচারণা চলছে সবটাই চোখে পড়ে তাঁর৷ নতুন সরকারের কাছে অনেকগুলো দাবির মধ্যে যানজট নিরসন একটি বড় দাবি তাঁর৷

কথায় কথায় ডয়চে ভেলে প্রতিবেদককে জানালেন, পুরো ঢাকাতেই এবার প্রচারণায় অনেক এগিয়ে নৌকা মার্কা৷

‘‘আমি তো সারা ঢাকা শহরই ঘুরি৷ নৌকার প্রচারটাই বেশি,'' বলেন তিনি৷ বললেন, ধানের শীষের প্রচারণা তুলনামূলক কম

প্রচারণায় পিছিয়ে থাকার জন্য দুপুর ১২টার দিকে প্রশাসন ও সরকারকে দায়ী করে নির্বাচন কমিশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে এলেন ঐক্যফ্রন্টের নেতারা৷

প্রায় দেড়টা পর্যন্ত আলোচনার পর এক পর্যায়ে বৈঠক ত্যাগ করেন ঐক্যফ্রন্টের নেতারা৷ তাঁদের অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার গুরুত্ব দেননি৷ বরং ক্ষিপ্ত হয়ে গেছেন৷

নির্বাচন বানচাল করতে চাইছে সরকার ও কমিশন: ফখরুল

বৈঠক শেষে সরাসরি বেরিয়ে যান ড. কামাল হোসেন৷ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি৷ কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বৈঠকের ব্যাপারে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘সারা দেশে ভয়াবহ তাণ্ডব চলছে৷ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে৷ এ বিষয়ে কথা বলতে এসেছিলাম৷''

তিনি অভিযোগ করেন, ‘‘গতকাল থেকে সারাদেশের পরিস্থিতির অবনতি হয়েছে৷ বিরোধী দলের প্রার্থীদের আক্রমণ, আটক করা, ব্যানার পোস্টার গাড়ি ভেঙে দেয়া এসব চলছে৷ সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে যখন জানিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে সেই ধরনের কোনো আচরণ পাইনি যে, তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন৷''

সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনকে বানচাল করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি৷ তিনি আরো বলেন, ‘‘নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে৷''

প্রধান নির্বাচন কমিশনার ‘একপক্ষ' হয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি৷ তবে নির্বাচনের মাঠ ছেড়ে যাবেন না বলেও জানান তিনি৷ মির্জা ফখরুল আরো বলেন, ‘‘ফাঁকা মাঠে গোল দিতে দেবো না৷''

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান৷ টিকাটুলিতে একটি ইভিএম কেন্দ্র পরিদর্শনের পর তিনি শুধু এটুকুই বলেন, ‘‘নির্বাচন অংশগ্রহণমূলক হবে৷''

কোনো প্রার্থীকেই বাধা দেয়া হচ্ছে না: কামাল

পুলিশের বিরুদ্ধে ঐক্যফ্রন্টের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে৷ তিনি ঢাকা ১২ আসনের সংসদ সদস্য প্রার্থী৷ তাঁর এলাকাতেও প্রচারে যথেষ্ট এগিয়ে আছেন তিনি৷

‘‘তাঁদের অনেক নেতাই ২০১৪ সাল থেকে পাঁচ বছরের মধ্যে অনেক অপরাধ করেছেন, নাশকতা করেছেন,'' ডয়চে ভেলেসহ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি৷

আসাদুজ্জামান খাঁন কামাল

This browser does not support the audio element.

‘‘অনেকের ওয়ারেন্ট আছে৷ সেসব ওয়ারেন্টপ্রাপ্ত আসামীরা অনেকেই নির্বাচনে দাঁড়িয়েছেন৷ অনেকেই প্রার্থী না হলেও প্রচারণায় নেমেছেন৷ পুলিশ তো তাঁদের নিয়মমতো আসামিদের ধরবেই৷''

তাঁর আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল আলমও একই কারণে প্রচারণা করতে পারছেন না বলে মন্তব্য করেন কামাল৷

‘‘আমি যে এলাকায়, সেই এলাকায় যিনি বিএনপি-জামায়াত জোটের প্রার্থী দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধেও শুনেছি অনেক ওয়ারেন্ট আছে৷ তিনিও তাই আসতে পারছেন না৷''

কোনো প্রার্থীকেই বাধা দেয়া হচ্ছে না বলে দাবি করেন কামাল৷

‘‘এখানেও দেখুন কাউকেই বাধা দেয়া হচ্ছে না৷ ঐ যে দেখেন, জোনায়েদ সাকির পোস্টারে ছেয়ে গেছে৷ আম মার্কায় পোস্টার ছেয়ে গেছে৷''

সহিংসতা যা হচ্ছে, তা সহনীয় পর্যায়ে আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

‘‘আমাদের দু' জনকে খুন করেছে৷ আমাদের ওপরও আক্রমণ হয়েছে৷ অফিসে বোমা মারা হয়েছে৷ নির্বাচন এলে এমন একটু-আধটু হবেই৷ আমি বলবো, এখনো সহনীয় পর্যায়ে আছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ