1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-যুবলীগের সমাবেশ: কক্সবাজারে ১৪৪ ধারা

৩ জানুয়ারি ২০২২

কক্সবাজারে বিএনপি ও যুবলীগ একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে৷ একই স্থানকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে৷ 

বিএনপি-যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজারে ১৪৪ ধারা জারিছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের শহীদ স্মরণী সড়কে সোমবার বিকালে সমাবেশ ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি৷  যে স্থানে বিএনপি কর্মসূচি ডেকেছে সেখান থেকে মাত্র ৩০ গজ দূরে শহীদ মিনারে সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় উৎসব উদযাপনের কর্মসূচি দিয়েছে  যুবলীগ৷ এর পরই প্রসাশন ১৪৪ ধারার ঘোষণা দেয়৷

এ বিষয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরে মাত্র ৩০ থেকে ৫০ গজ দূরুত্বে একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে৷ এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে৷ কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে জেলা বিএনপির কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে ২০০ গজ এলাকা জুড়ে এই নির্দেশনা কার্যকর থাকবে৷  ওই এলাকায় যে কোন ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ নির্দেশনা অমান্য করলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান৷

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন,  সমাবেশ আয়োজনে শহরের বাহারছড়া এলাকার মুক্তিযোদ্ধা মাঠ (গোল চক্কর), কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কক্সবাজার পাবলিক  লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের মধ্যে যে কোন একটি বরাদ্দের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়৷ কিন্তু প্রশাসনের কাছ থেকে একটিরও অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সোমবার জেলা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে৷

তিনি বলেন, ‘‘এখন মঞ্চ তৈরিসহ সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে৷ প্রশাসন কর্মসূচিস্থলে ১৪৪ ধারা জারি করলেও যে কোন মূল্যে সমাবেশ সফল করা হবে৷’’

অপরদিকে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর বলেন, ‘‘গত ৩০ ডিসেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে তাদের এই কর্মসূচি হওয়ার কথা ছিল৷ কিন্তু সেখানে বিজয় মেলার অনুষ্ঠানের আয়োজন থাকায় তা পেছানো হয়৷ পরে ৩ জানুয়ারি দিন ধার্য করে স্থান হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারকে নির্ধারণ করা হয়৷ এখন পূর্ব কোন ঘোষণা ছাড়াই বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কথিত মহাসমাবেশ ঘোষণা দিয়ে বসেছে৷ সমাবেশ আয়োজনের জন্য বিএনপি যে পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপিয়েছে তাতে কোন স্থানের উল্লেখও করা হয়নি৷’’ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ