1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিএনপি শতভাগ হালাল আন্দোলন করছে'

৪ নভেম্বর ২০২২

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে আলোচক হিসেবে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷

DW l Khaled Muhiuddin Asks Talkshow mit Yusuf Hossain Humayun und Asif Nazrul
ছবি: DW

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, ‘‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে (খালেদা জিয়াকে) আবার জেলে পাঠিয়ে দেবো৷'' টকশোতে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘‘বিএনপির সবাই যে ভাষায় কথা বলছেন, তা অশালীন৷ কাজেই হাসিনার বক্তব্যের প্রেক্ষাপট বুঝতে হবে৷ মানবিক খাতিরে এবং প্রশাসনিক আদেশে বাড়িতে পাঠানো হয়েছিল বেগম জিয়াকে৷ তার দলের নেতাকর্মীরা সেটা বুঝছেন না৷''

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্যে ত্রুটি রয়েছে৷ বিএনপি সুষ্ঠু নির্বাচনের কথা বলছে৷ বিএনপি বর্তমানে ১০০% হালাল, অহিংস আন্দোলন করছে৷ অথচ, প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন৷ বিএনপি সন্ত্রাসী রাজনীতি করলে না হয় তাও মানে থাকত৷''

বেগম জিয়ার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন অধ্যাপক নজরুল৷ তিনি মনে করেন, ‘‘বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে না৷''

খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী আবারও কারাগারে পাঠানোর সম্ভাবনা কতটা এমন প্রশ্নের উত্তরে আইনজীবী হুমায়ুন জানান, প্রতিহিংসা বিষয়টা হাসিনার মধ্যে আছে বলে তিনি মনে করেন না৷

নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন প্রয়োজন কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের উত্তরে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘‘নির্বাচন কমিশনের কথা স্বাধীন সংবিধানে বলা হয়েছে৷ বর্তমান সংবিধান নিয়ে কিছু বলার সুযোগ আসেনি৷''

একই প্রশ্নের উত্তরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘বিএনপি একটা উপনির্বাচনে কারচুপি করার পর আওয়ামী লীগ দেশজুড়ে আন্দোলন করেছিল৷ কেএম হাসানের বিরোধিতা করা হয়েছিল কারণ ৩৫ বছর আগে তিনি বিএনপির একটি পদে ছিলেন৷ তার অধীনে নির্বাচন করা যায়নি৷ তাহলে কীভাবে হাসিনার অধীনে নির্বাচন হবে? তিনি তো জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন৷''

আরকেসি/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ