1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি সরকারবিরোধী আন্দোলনে নামতে চাইছে

৯ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধামন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করে সরকার বিরোধী আন্দোলনে যাচ্ছে বিএনপি৷ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন বিএনপি মনমোহনের সফরকে কেন্দ্র করে পানি ঘোলা করার চেষ্টা করছে৷

বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

বিএনপির অভিযোগ, সরকারের অদক্ষতার কারণে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সফর ব্যর্থ হয়েছে৷ আর আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন বিএনপি মনমোহনের সফরকে কেন্দ্র করে পানি ঘোলা করার চেষ্টা করছে৷ তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত৷ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন হতাশ হওয়ার কিছু নেই৷ চুক্তি অনুযায়ী শিগগিরই ছিটমহল বিনিময় হবে৷

কাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক৷ ওই বৈঠকেই সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তাদের মতে সরকারের কুটনৈতিক ব্যর্থতার কারণে মনমোহনের বাংলাদেশ সফর ব্যর্থ হয়েছে৷ সরকারের এই ব্যর্থতার বিরুদ্ধে রোডমার্চ এবং লংমার্চসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

আর আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি কোন ইস্যু না পেয়ে মনমোহনের সফর নিয়ে এখন পানি ঘোলা করতে চাইছে৷ তারা সব সময়ই ষড়যন্ত্রের রাজনীতি করে৷ কিন্তু এই আধুনিক যুগে ষড়যন্ত্রের রাজনীতি সফল হয়না৷

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, সীমান্ত প্রটোকল সই হওয়ার পর ইতিমধ্যই ৩ বিঘা করিডোর ২৪ ঘন্টার জন্য খুলে দেয়া হয়েছে৷ আর হতাশ হওয়ার কিছু নেই৷ অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হবে৷

উল্লেখ্য, ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ৫১টি আর বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ১১১টি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ