1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড

৯ নভেম্বর ২০১৬

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড সেন্টারে নামি-দামি বিএমডাব্লিউ গাড়িই থাকে, তবে ভিনটেজ কার বা ওল্ডটাইমার৷ সেন্টার থেকেই খোঁজখবর করে, সংগ্রহ করে আনা হয় এই সব পুরনো গাড়ি৷ গ্রাহকরাও আনেন তাদের নিজেদের ওল্ডটাইমার৷

বিএমডাব্লিউ ক্লাসিকবিএমডাব্লিউ ক্লাসিকবিএমডাব্লিউ ক্লাসিক
ছবি: DW

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড কেন্দ্রে যে শুধু ভিনটেজ কার কিনতে পাওয়া যায়, এমন নয়, লিজ-ও করতে পারা যায়৷ ক্লাউস কুটশার গত ৩০ বছরের বেশি সময় ধরে সারা পৃথিবী থেকে পুরনো মডেল জোগাড় করছেন বিএমডাব্লিউ-র এই কলেকশানটির জন্য৷ যেমন একটি বিএমডাব্লিউ ৫০৭ মডেলের গাড়ি৷ এটিকে পাওয়া গেছিল মার্কিন মুলুকের একটি খামারে; এককালে খোদ এলভিস প্রেসলি-র সম্পত্তি ছিল, এখন সেটাকে আবার সারানো হচ্ছে ঠিক আদত গাড়িটির মতো করে৷ কুটশার বলেন, ‘‘গাড়িটাতে অনেক কিছু বদলানো হয়েছে৷ সিটগুলো আগে লেপ-তোষকের মতো চৌকো চৌকো করে সেলাই করা ছিল, সত্তর দশকের কায়দায়৷ নয়ত গাড়ির ভেতরটা আর যান্ত্রিক অংশগুলোকে বিএমডাব্লিউ ৫০৭ বলে চেনার কোনো উপায় ছিল না৷''

বায়রিশে মোটোরেন ভ্যায়ার্কে, অর্থাৎ বাভেরিয়ান মোটর ওয়ার্কস, আদ্যক্ষর মিলিয়ে বিএমডাব্লিউ৷ একশ' বছর আগে প্রথম কারখানাটি যেখানে ছিল, সেখানেই আজ বিএমডাব্লিউ ক্ল্যাসিক ওয়ার্ল্ড৷ সেই কারখানায় কিন্তু তখন এরোপ্লেনের ইঞ্জিন তৈরি করা হতো৷

বিএমডাব্লিউ জায়গাটা আবার কিনে নেয় কয়েক বছর আগে৷ স্মৃতিসৌধ সুরক্ষা অনুশাসন বিধি অনুযায়ী তার রদবদল করা চলবে না৷

মানফ্রেড গুন্যার্ট বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড সেন্টারের পরিকল্পনা ও স্থাপত্যের জন্য দায়ী৷ সেন্টারটি থেকে কোম্পানির ইমেজ-এর যে উন্নতি হয়েছে, তাতেই বিনিয়োগ সার্থক হয়েছে বলে তাঁর ধারণা৷ গুন্যার্ট বলেন, ‘‘একশ' বছর পুরনো হওয়াটাই তো একটা কৃতিত্ব৷ তার তাৎপর্য তুলে ধরার জন্য ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন৷ এভাবে অন্যদের থেকে নিজের পার্থক্যটা স্পষ্ট করে দেওয়া যায়৷ ইতিহাস নকল করার কোনো উপায় নেই৷''

বাভেরিয়ার প্রিন্স লেওপল্ড-এর মতো অনেক ভিনটেজ কার অনুরাগী বিএমডাব্লিউ কোম্পানির ১০০ বছরের অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছেন৷ ক্লাউস কুটশার প্রিন্স লেওপল্ড-এর গাড়ির চ্যাসিস নাম্বারটা আর্কাইভের ডকুমেন্টেশনের সঙ্গে মিলিয়ে দেখে নিয়েছিলেন, বিএমডাব্লিউ গাড়িটি কবে, কোথায় ও কি ধরনের স্পেসিফিকেশন ও ফিচার ইত্যাদি নিয়ে তৈরি হয়েছিল৷

প্রিন্স লিওপোল্ডের মতে, ‘‘বিএমডাব্লিউ ক্লাসিকের অন্য সবার চেয়ে বেশি অভিজ্ঞতা আছে৷ আপনি যখন আপনার গাড়ি ফেরৎ পাবেন, তখন সেটা নিশ্চয় করে চলবে৷ এরকম একটা পুরনো গাড়ি চালানো বেশ সমস্যাকর৷ মোটরওয়েতে নেওয়া যায় না, গাঁয়ের দিকের রাস্তায় চালাতে হয়৷ তবুও ড্রাইভটা উপভোগ করা যায়, লোকজন হাত নাড়ে৷''

গেযারহার্ড সনলাইটনার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ