1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএসএফের গুলিতে আবার দু'জন নিহত

২২ জানুয়ারি ২০২০

ভারতের  সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আবার দুই বাংলাদেশি নিহত হয়েছেন৷ এবারের ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে৷

Indien Grenzsoldatinnen an der Grenze zu Pakistan
ছবি: Getty Images/AFP/N. Nanu

বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের দৈখাওয়া উপজেলার বনচৌকি বিওপি ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে৷

নিহত দুজনই উপজেলার পূর্ব আমঝোল গ্রামের৷ একজন শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২) ও অন্যজন উসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৭)৷

সকাল সাড়ে ৬টার দিকে দৈখাওয়া সীমান্তের ৯০৭ মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে আট-দশজনের একটি গরু পারাপারকারী দল ভারতে যাওয়ার চেষ্টা করছিল৷ সীমান্তের কাছে যাওয়ার পর ভারতের পাগলামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি করে৷ গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান৷ গুলিবিদ্ধ অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান৷

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে৷ বিজিবি কর্মকর্তা তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে৷ এছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷

এসিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ