1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএসএফের গুলিতে কুমিল্লায় নিহত এক বাংলাদেশি

৮ অক্টোবর ২০২৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কুমিল্লা সীমাান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন৷

ফাইল ছবি: আসামে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কুমিল্লা সীমাান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেনছবি: Biswa Kalyan Purkayastha

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পত্রপত্রিকাগুলো৷

নিহত ব্যক্তির নাম কামাল হোসেন৷ তিনি সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে৷

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷

স্থানীয় বাসিন্দাদের বরাতে পত্রিকাটা লিখেছে, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল৷ বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন৷ পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ