1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প আয়ের উৎস

মাবেল গুন্ডলাখ / এআই২৩ নভেম্বর ২০১৩

সিলোনে-র জেলেরা ভোর চারটায় মাছ ধরতে সমুদ্রের দিকে যান৷ পানিতে জাল ফেলার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তারা৷ এক সময় সূর্য ওঠে, জেলে ফ্রান্সিসকো ফোর্টু তখন জাল তোলেন৷

Screenshots aus der "Futurando 63" Sendung, Beitrag: Klima Philippinen: Fischer kämpfen mit den Folgen des Klimawandels". Bitte beachten, dass die Verwendung bei der brasilianischen Redaktion und nur im Zusammenhang mit der Sendung "Futurando 63" vorbehalten ist.
ছবি: DW

আগের মতো আর মাছ পাওয়া যায় না

04:01

This browser does not support the video element.

ভালো মাছ পাওয়া গেলে অপেক্ষা সার্থক হয়৷ আগে দিনে একশো কেজির মতো মাছ ধরতেন তিনি৷ কিন্তু গত কয়েক বছরে মাছের পরিমাণ অনেক কমে গেছে৷ স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন ফোর্টু৷ তিনি বলেন, ‘‘আজকাল যা মাছ পাওয়া যায়, তাই দিয়ে বড়জোর শুধু নৌকা এবং তেলের খরচ তোলা সম্ভব হয়৷ সংসার চালানো কঠিন৷''

ফিলিপাইন্সের উত্তরে ভ্যার্ডে প্রণালীতে সিলোনে অবস্থিত৷ সেখানে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ বসবাস করে৷ হাজারেরও বেশি মাছের প্রজাতি রয়েছে সেখানে৷ সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে৷ প্রকৃতিও আগের চেয়ে বেশি বিরূপ আচরণ করছে৷ সিলোনে-র মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হতে শুরু করেছে৷ আট বছর আগে যেখানে ঘরবাড়ি ছিল সেখানে এখন পানি৷

তবে পানি থেকে ঘরবাড়ি বাঁচাতে কিছু উদ্যোগও নিচ্ছে স্থানীয়রা৷ তারা কয়েক হাজার ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে, যা সামুদ্রিক ঝড় এলে দেয়ালের মতো কাজ করে৷ এই ম্যানগ্রোভ বন এখন তাদের আয়েরও উৎস৷ বন পরিদর্শনে আগ্রহী পর্যটকদের কাছে ছোট্ট নৌকা ভাড়া দেন স্থানীয়রা৷

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা পাশের দ্বীপেই অবস্থিত৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব যে গোটা দেশের উপর পড়বে, সবাই এখন সেটা বুঝতে পেরেছে৷ সরকারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় বিষয়াদি মূল্যায়ন ও পর্যালোচনায় ক্লাইমেট চেঞ্জ কমিশন গঠন করেছে৷ গভর্নর আলফোনসো উমালি এই কমিশনের একজন সদস্য৷ তিনি বলেন, ‘‘আমাদের মূল কাজটি হচ্ছে আলোচনার ভিত্তিতে পরিকল্পনা তৈরি৷ আমরা সকল পক্ষকে একত্র করি এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কী কারণীয়, তা নিয়ে আলোচনা করি৷''

উপকূলীয় শহর কালাতাগান সড়ক পথে ম্যানিলা থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত৷ মাছ বেচাকেনার কেন্দ্র এটি৷ গবেষণা বলছে, এখানকার মাছের মজুদও ক্রমশ কমে যাচ্ছে৷ এ কারণে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে৷ দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ এবং জেলেরা এক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছে৷

সিলোনের জেলেদের মতো কালাতাগানের জেলেদেরও এখন জীবনধারনের জন্য বিকল্প আয়ের উৎস ভাবতে হচ্ছে৷ ভবিষ্যতে কালাতাগান হয়ত এমন ব্যস্ত আর থাকবে না৷ তবে মাছ ধরা শিল্প পুরোপুরি শেষ হয়ে যাবে না৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ