1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফিলিস্তিন

‘বিকল্প নোবেল' জিতলো ফিলিস্তিনি এক সংস্থা

৩ অক্টোবর ২০২৪

পশ্চিম তীরে ইসরায়েলি দখলের বিরুদ্ধে ‘দৃঢ় অহিংস প্রতিবাদের' জন্য ফিলিস্তিনের ইউথ অ্যাগেইন্সট সেটেলমেন্টস সংস্থা জিতেছে এই পুরষ্কার৷ ফিলিপাইন্স, মোজাম্বিক ও ব্রিটেনের তিনটি সংস্থাও পেয়েছেন ‘অল্টারনেটিভ নোবেল'৷

ইসা আমরো
বৃহস্পতিবার ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের অ্যাক্টিভিস্ট ইসা আমরো তার সংস্থা ‘ইউথ অ্যাগেইনস্ট সেটেলমেন্টস'-এর কাজের জন্য এই পুরষ্কার পানছবি: Right Livelihood/dpa/picture alliance

১৯৮০ সালে সুইডিশ-জার্মান সমাজসেবী ইয়াকব ফন উয়েক্সকুল রাইট লাইভলিহুড পুরষ্কার চালু করেন৷ ‘বিকল্প নোবেল পুরষ্কার' নামে পরিচিত এই পুরষ্কারটি সেই সব মানুষকে সম্মানিত করে, যাদের কাজ মূল নোবেল পুরষ্কারের মঞ্চে উপেক্ষিত থেকে যায়৷

এখন পর্যন্ত ৭৭টি দেশের ১৯৮জন এই পুরষ্কার জিতেছেন৷

বৃহস্পতিবার ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের অ্যাক্টিভিস্ট ইসা আমরো তার সংস্থা ‘ইউথ অ্যাগেইনস্ট সেটেলমেন্টস'-এর কাজের জন্য এই পুরষ্কার পান৷ পুরষ্কার প্রদানের সময় বলা হয়, এই পুরষ্কার তিনি পাচ্ছেন, ‘‘ইসরায়েলের অবৈধ দখলের বিরুদ্ধে দৃঢ় অহিংস প্রতিরোধ গড়ে ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনকে উৎসাহ দেবার জন্য৷''

আমরো'র হাতে প্রতিষ্ঠিত এই সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলের দখলের সমালোচনা করে ও তার বিরুদ্ধে প্রচার করে৷ এই দখল আন্তর্জাতিক মহলেও অবৈধ বলে মানা হয়৷

আমি যে এখনো বেঁচে আছি, সেটাই মিরাকেল!'

আমরোর জন্ম হেবরনে, যেখানে বর্তমানে দুই লাখ ফিলিস্তিনি মানুষের সাথে বাস করেন প্রায় এক হাজার ইসরায়েলি দখলদার৷

সুইডেনে অবস্থিত এই রাইট লাইভলিহুড ফাউন্ডেশন জানায়, ৪৪ বছর বয়সি আমরোকে বহু বার ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করে, অত্যাচার করে৷ পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হাতে রাখা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও অত্যাচার সইতে হয়েছে ইসা আমরোকে৷

আমরো বলেন, ‘‘আমি যে এখনও বেঁচে আছি, এটাই একটা মিরাকেল!''

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরের দখল রয়েছে ইসরায়েলের হাতে, যা আন্তার্জাতিক আইন অনুযায়ী এবং জাতিসংঘের চোখেও অবৈধ৷

রাইট লাইভলিহুড ফাউন্ডেশন জানায়, এবারের পুরষ্কার দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের, যাদের ‘প্রত্যেকে তাদের সমাজ ও বিশ্ব মঞ্চে গভীর প্রভাব ফেলতে পেরেছেন৷''

আমরো ছাড়াও এ বছর এই পুরষ্কার জেতেন আদিবাসী অ্যাক্টিভিস্ট ফিলিপাইন্সের জোন কার্লিং, মোজাম্বিকের পরিবেশকর্মী আনাবেলা লেমোস ও ব্রিটিশ গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার৷

এসএস/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ