1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সংকট

২৮ নভেম্বর ২০১২

মিশর এখনো বিক্ষুব্ধ৷ পরিস্থিতি অনেকটা আরব বসন্তের সূচনালগ্নের মতোই৷ কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভ চলছে এক সপ্তাহ ধরে৷ সরকার আর বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ চলছে সারা দেশে৷

ছবি: Reuters

বিক্ষোভ, সংঘর্ষ, প্রাণহানি সবই হচ্ছে প্রেসিডেন্ট মোহামেদ মুরসির জারি করা একটা ডিক্রির কারণে৷ এই ডিক্রি জারির পরই দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়৷ সরকার বিরোধীরা বলছেন, এর মাধ্যমে একনায়ক হবার পথে যাত্রা শুরু করেছেন মুরসি৷ মুরসি অবশ্য বলেছেন এই পদক্ষেপ সাময়িক, একটা সময় তিনি বাড়তি ক্ষমতা ছেড়ে দেবেন৷

তাহরির চত্ত্বরে জনসুদ্রছবি: dapd

কিন্তু তাঁর এ মৌখিক আশ্বাসে সরকার বিরোধীরা আস্থা রাখতে পারছেন না বলেই চলছে তীব্র বিক্ষোভ৷ চলছে সংঘর্ষ৷ মুরসির মুসলিম ব্রাদারহুড সরকারের দেয়া তথ্য অনুযায়ীই তাতে এ পর্যন্ত মারা গেছেন তিন জন৷ বুধবারের সংঘর্ষে অবশ্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি৷ গত বছর হোসনি মুবারক বিরোধী গণবিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল যে তাহরির স্কোয়ার, সেখানে বুধবারও হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ জানাতে থাকে মুরসির বিরুদ্ধে৷ এক পর্যায়ে তাঁরা মার্কিন দূতাবাসের দিকে এগোতে থাকলে পুলিশ বাঁধা দেয়৷ শুরু হয় সংঘর্ষ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তখন কাঁদানে গ্যাস ছোড়ে৷ রাষ্ট্রীয় টেলিভিশনে মুখোশ পরা বিক্ষোভকারীদের আবার সেই কাঁদানে গ্যাসের  ক্যানিস্টার লুফে নিয়ে পুলিশের দিকে ছুড়ে মারতেও দেখা গেছে৷

এ বছর গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন হয় মিশরে৷ নির্বাচনে জিতে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড৷ হোসনি মুবারকের অধ্যায় শেষ হওয়ার পর ডিক্রি জারি করে মুসলিম ব্রাদারহুড প্রভাব বৃদ্ধির চেষ্টা করায় বিরোধী দলগুলো উদ্বিগ্ন৷ এদিকে বুধবার যুক্তরাষ্ট্রও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ মিশরের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে – এ কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘‘ আসলে কী ঘটতে চলেছে তা এখনো বোঝা যাচ্ছেনা৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ