1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইন্দোনেশিয়া

বিক্ষোভকে ‘রাষ্ট্রদ্রোহ' বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

৩১ আগস্ট ২০২৫

ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে চলমান বিক্ষোভ নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো৷

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
প্রেসিডেন্ট প্যালেসে এক ভাষণে বিক্ষোভকারীদের সমালোচনা করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোছবি: Ajeng Dinar Ulfiana/REUTERS

পুলিশ এক তরুণ ডেলিভারি চালককে হত্যা করার পর ইন্দোনেশিয়া বিক্ষোভ তীব্র আকার ধারণ করে৷

রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো দেশে সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন৷ তবে তিনি বিক্ষোভের দাবিগুলো নিয়ে প্রাথমিকভাবে কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন বলে আপাতদৃষ্টিতে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজধানী জাকার্তার প্রেসিডেন্ট প্যালেসে এক বক্তৃতায় সুবিয়ান্তো বলেন, ‘‘শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান এবং সুরক্ষিত করা উচিত। কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে, আইনের বাইরেও কর্মকাণ্ডের লক্ষণ রয়েছে, এমনকি আইনের বিরুদ্ধেও৷ এমনকি বিশ্বাসঘাতকতা এবং সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ার লক্ষণ রয়েছে৷''

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া৷ দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভ চলছে বেশ কিছুদিন ধরে৷ ২৮ আগস্ট আইনপ্রণেতাদের আর্থিক সুবিধার বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সি চালক আফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর পর এই বিক্ষোভ তীব্র রূপ পেয়েছে।

বিক্ষোভ সম্পর্কে যা জানা গেছে

২৯ আগস্ট মাকাসার শহরে একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর অন্তত তিনজন নিহত হয়েছেন।

জাকার্তার পার্শ্ববর্তী শহর দক্ষিণ তাঙ্গেরাং-এ অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতীর বাড়িতে রোববার ভোরে লুটপাট চালানো হয় বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী৷

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘‘লুটেরাদের প্রথম দলে দুই থেকে তিনজন করে মোটরসাইকেল আরোহী ছিল৷ দ্বিতীয় দলে, প্রায় ১৫০ জন ছিল৷ তারা একটি টেলিভিশন, সাউন্ড সিস্টেম, বসার ঘরের সাজসজ্জা, পোশাক, প্লেট, বাটি লুট করে৷''

প্রাবোও সুবিয়ান্তো যা বলছেন

বিক্ষোভের দাবি কিছুটা মেনে নিয়ে আইনপ্রণেতাদের কিছু ভাতা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো৷

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘‘পার্লামেন্টের নেতারা জানিয়েছেন যে, তারা পার্লামেন্টের বেশ কয়েকটি নীতি প্রত্যাহার করবেন, যার মধ্যে রয়েছে আইনপ্রণেতাদের ভাতার পরিমাণ এবং বিদেশ ভ্রমণে স্থগিতাদেশ৷''

তবে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও দেন৷ তিনি বলেন, ‘‘জনসাধারণের সম্পত্তি ধ্বংসের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে৷'' পুলিশ এবং সেনাবাহিনীকে লুটেরাদের বিরুদ্ধে ‘কঠোরতম ব্যবস্থা' নেওয়ার নির্দেশও তিনি দিয়েছেন৷

৩০ আগস্ট সুবিয়ান্তো চীনে তার পূর্বপরিকল্পিত সফর বাতিল ঘোষণা করেন। জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর "বিজয় দিবস" কুচকাওয়াজে যোগ দেওয়ার কথা ছিল তার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কয়েক দিনের জন্য' তার লাইভ ফিচারটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে৷ ইন্দোনেশিয়ায় ১০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটির।

ম্যাট ফোর্ড/এডিকে/এফএস (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ