বিক্ষোভের জন্য ডলার হারাচ্ছি: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
১২ এপ্রিল ২০২২
জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে। বিক্ষোভকারীদের প্রতি কাতর আবেদন জানালেন।
বিজ্ঞাপন
মাহিন্দ্রা রাজাপাকসে বলেছেন, ''প্রতিটি সেকেন্ড আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর আমরা ডলার হারাচ্ছি। প্রেসিডেন্ট ও সরকার প্রতিটি সেকেন্ড এই সংকট কাটানোর জন্য খরচ করছে।''
রাজাপাকসে বলেছেন, ''আমরা এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে পেরেছি বলে মানুষ এই জায়গায় আসতে পেরেছেন। আমরা রাস্তা তৈরি করেছি লাইনে দাঁড়াবার জন্য নয়। আমরা বন্দর তৈরি করেছি তেলের জাহাজগুলিকে অলসভাবে রেখে দেয়ার জন্য নয়। আমরা তাদের ডলার দিয়ে মূল্য চোকাতে চাই। সংকট থেকে উদ্ধার না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।''
প্রধানমন্ত্রীর আবেদন, ''দয়া করে লড়াইয়ে শহিদদের অসম্মান করবেন না। আমার পরিবার এবং আমি অপমান সহ্য করতেই থাকি। আমাদের কিছু যায়-আসে না। কিন্তু যারা সন্ত্রাসবাদ থেকে দেশকে বাঁচিয়েছেন, তাদের শ্রদ্ধা জানান।''
অনাহারের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা
খাদ্য সংকট ক্রমশ তীব্র হচ্ছে শ্রীলঙ্কায়। পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে।
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
শ্রীলঙ্কার পরিস্থিতি
খাবার নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। যত দিন যাচ্ছে, আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। বুধবার দিনভর কলম্বোর ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে রাজপথে।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
রাজপথে বিক্ষোভ
গত কয়েকদিন ধরেই কলম্বোর একাধিক মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে মূলত ছাত্র এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার আন্দোলন আরো তীব্র হয়।
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছাত্ররা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেটে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে ভিতরে। ওষুধ এবং খাবারের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে।
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
স্পিকারের মন্তব্য
শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহেন্দা ইয়েপা আবেওয়ারদনা বলেছেন, আরো ভয়াবহ সময় আসতে চলেছে অদূর ভবিষ্যতে। দেশ ক্রমশ অনাহারের দিকে যাচ্ছে।
ছবি: Lakruwan Wannniarachchi/AFP/Getty Images
পেট্রোল পাম্পের বাইরে লম্বা লাইন
প্রতিটি পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনের বাইরে লম্বা লাইন। ৩৬ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েও সামান্য তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। ভারতের কাছ থেকে আরো তেল নেয়াার দাবি জানাচ্ছেন তারা।
ছবি: DINUKA LIYANAWATTE/REUTERS
জরুরি অবস্থা প্রত্যাহার
বিরোধীদের চাপে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে শ্রীলঙ্কার প্রশাসন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।
ছবি: ISHARA S. KODIKARA/AFP/Getty Images
পালাচ্ছে মানুষ
দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ভারতে এসে আশ্রয় নিতে শুরু করেছেন তারা। বিপুল অঙ্কের অর্থ খরচ করে দুর্গম সমুদ্রে প্রাণের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন তারা।
ছবি: ISHARA S. KODIKARA/AFP
কেন হলো এমন
বিশেষজ্ঞদের বক্তব্য, রাজাপাকসে সরকারের ভুল নীতির কারণে এই অবস্থায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা। সাহায্য না পেলে এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব।
ছবি: ISHARA S. KODIKARA/AFP
ভারতের সহায়তা
ভারত ইতিমধ্যেই এক জাহাজ তেল পাঠিয়েছে শ্রীলঙ্কায়। এক বিলিয়ন ডলারের নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠানো হবে বলে জানানো হয়েছে।
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
9 ছবি1 | 9
রাজাপাকসে আবার রাসায়নিক ও সারের উপর ভর্তুকি চালুর ঘোষণাও করেছেন। তাই সারের ক্ষেত্রে ভর্তুকি থাকবে।
রাজাপাকসে বিরোধীদেরও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ''পার্লামেন্টে থাকা সব দলকে আমরা বলেছিলাম, সংকট কাটাতে এগিয়ে আসুন। তারা আসেনি। এই সংকট এক-দুই দিনে মিটবে না। সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।''
প্রধানমন্ত্রী এমন একটা সময় এই কথাগুলো বলেছেন, যখন দেশজুড়ে প্রতিবাদ প্রবল হয়েছে। প্রেসিডেন্টের অফিসের প্রবেশদ্বারে বিক্ষোভ হচ্ছে। প্রতিবাদকারীরা জানিয়ে দিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইস্তফা না দিলে তারা বিক্ষোভ থামাবেন না।