1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজশ্রীলঙ্কা

বিক্ষোভের জন্য ডলার হারাচ্ছি: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

১২ এপ্রিল ২০২২

জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে। বিক্ষোভকারীদের প্রতি কাতর আবেদন জানালেন।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মুখোশ পরে শ্রীলঙ্কায় বিক্ষোভ দেখানো হচ্ছে। ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images

মাহিন্দ্রা রাজাপাকসে বলেছেন, ''প্রতিটি সেকেন্ড আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর আমরা ডলার হারাচ্ছি। প্রেসিডেন্ট ও সরকার প্রতিটি সেকেন্ড এই সংকট কাটানোর জন্য খরচ করছে।''

রাজাপাকসে বলেছেন, ''আমরা এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে পেরেছি বলে মানুষ এই জায়গায় আসতে পেরেছেন। আমরা রাস্তা তৈরি করেছি লাইনে দাঁড়াবার জন্য নয়। আমরা বন্দর তৈরি করেছি তেলের জাহাজগুলিকে অলসভাবে রেখে দেয়ার জন্য নয়। আমরা তাদের ডলার দিয়ে মূল্য চোকাতে চাই। সংকট থেকে উদ্ধার না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।''

প্রধানমন্ত্রীর আবেদন, ''দয়া করে লড়াইয়ে শহিদদের অসম্মান করবেন না। আমার পরিবার এবং আমি অপমান সহ্য করতেই থাকি। আমাদের কিছু যায়-আসে না। কিন্তু যারা সন্ত্রাসবাদ থেকে দেশকে বাঁচিয়েছেন, তাদের শ্রদ্ধা জানান।''

রাজাপাকসে আবার রাসায়নিক ও সারের উপর ভর্তুকি চালুর ঘোষণাও করেছেন। তাই সারের ক্ষেত্রে ভর্তুকি থাকবে।

রাজাপাকসে বিরোধীদেরও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ''পার্লামেন্টে থাকা সব দলকে আমরা বলেছিলাম, সংকট কাটাতে এগিয়ে আসুন। তারা আসেনি। এই সংকট এক-দুই দিনে মিটবে না। সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।''

প্রধানমন্ত্রী এমন একটা সময় এই কথাগুলো বলেছেন, যখন দেশজুড়ে প্রতিবাদ প্রবল হয়েছে। প্রেসিডেন্টের অফিসের প্রবেশদ্বারে বিক্ষোভ হচ্ছে। প্রতিবাদকারীরা জানিয়ে দিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইস্তফা না দিলে তারা বিক্ষোভ থামাবেন না।

জিএইচ/এসজি (এএনআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ