1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুড়ামকুলামে বিক্ষোভ

৮ অক্টোবর ২০১২

কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবিতে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত৷ এরই মাঝে প্রথম চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি ভরার কাজ শেষ হয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এই কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ৷

ছবি: AP

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রকে ঘিরে ফের প্রতিবাদ বিক্ষোভ৷ পরমাণু চুল্লির সামনে প্রতিবাদকারিরা, যাদের মধ্যে বেশিরভাগ মৎসজীবী, অবরোধ গড়ে তোলে৷ তাদের দাবি, এই কেন্দ্র বন্ধ করা না হলে তাদের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়বে৷ জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের দুর্ঘটনার উল্লেখ করেন৷

স্থানীয় লোকজনদের আশঙ্কা দূর করতে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়৷ একটি কেন্দ্রীয় স্তরে, অন্যটি রাজ্য স্তরে৷ উভয় কমিটি স্থানীয় মৎসজীবী, পরমাণু বিদ্যুৎ বিরোধী গণআন্দোলন সংগঠনের প্রতিনিধি এবং অন্যান্য গ্রামবাসিদের সঙ্গে কথা বলে ঐ কেন্দ্রকে নিরাপদ বলে ঘোষণা করেছে৷ তাই পরমাণু বিদ্যুৎ কমিশনের চেয়ারম্যান মনে করেন, এই বিক্ষোভ অনভিপ্রেত৷

প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই আজ রুশ-নির্মিত কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের প্রথম চুল্লিতে ৭০ টন ইউরেনিয়াম জ্বালানি ভরা হয়৷ এরপর নিয়ন্ত্রিত পরমাণু ফিশনের চেন-রিঅ্যাকশনে তাপ উৎপন্ন হবে৷ চুল্লি স্থিতিশীল হলে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দক্ষিণ ভারতের চারটি রাজ্যের ২০ কোটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে৷

এক জনস্বার্থ আবেদনে সংগঠনের কর্মকর্তারা পরমাণু কেন্দ্রের সুরক্ষা কবচ নিয়ে কর্তৃপক্ষের ঘোষণা চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে৷ তামিলনাড়ু হাইকোর্টে তা আগেই খারিজ হয়ে যায়৷ সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে, জনজীবনের নিরাপত্তার আশঙ্কা থাকলে তা বন্ধ করা যেতে পারে৷ এই নিয়ে পরবর্তি শুনানি হবে৷

জাতীয় বিপর্যয় ব্যবস্থপনা সংস্থার বিজ্ঞানি ড. চন্দন ঘোষ মনে করেন, যেখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানকার জল, বায়ু, মাটিতে কী ধরণের রেডিয়েশন হচ্ছে, তা নিয়মিত পরীক্ষা করা উচিত৷ পরীক্ষা করার কতগুলো মাপকাঠি আছে৷ ডয়চে ভেলেকে উনি বললেন, শুধু মানুষের স্বাস্থ্য নয়, পরমাণু কেন্দ্রের কর্তৃপক্ষের উচিত পশুপাখি, উদ্ভিদ, জলবায়ু, মাটি ও মাটির উর্বরতার ওপর তেজস্ক্রিয়তার বিপদ নিয়মিত পরীক্ষা এবং মনিটরিং করার ব্যবস্থা রাখা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ