1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভের মধ্যেই মোদী-মমতা বৈঠক

১৩ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রীর দু'দিনের সফর ঘিরে উত্তাল হল কলকাতা। বিক্ষোভ হল বিভিন্ন প্রান্তে। তারই মধ্যে দেখা হল মোদী-মমতার।

ছবি: DW/S. Bandopadhyay

শেষ দেখা হয়েছিল দিল্লিতে। তখনও নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হয়নি। দেশ জুড়ে আন্দোলন-বিক্ষোভও দানা বাঁধেনি। ফের তাঁদের দেখা হল কলকাতায়। কথা হল। এবং স্বাভাবিক ভাবেই উঠল সিএএ এবং এনআরসি প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে।

গত শনিবার কলকাতায় যান প্রধানমন্ত্রী। দু'দিনের সফরে তিনি উদ্বোধন করেন একটি প্রদর্শনীর। রাত কাটান বেলুড়ে, রামকৃষ্ণ মঠে। বিবেকানন্দের ঘরে যান এবং ধ্যানও করেন। কিন্তু এ সব কর্মসূচির বাইরে তাঁর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএএ সংসদে পাশ হওয়ার পর থেকেই লাগাতার এর বিরোধিতা করে যাচ্ছেন মমতা। একাধিক মিছিল করেছেন। সভা করেছেন। বলেছেন, রাজ্যে সিএএ হতে দেবেন না। যদিও বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব পাশ হতে দেননি সেই মমতাই। এমন আবহে মোদী-মমতা বৈঠক নিয়ে আলাদা আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। বৈঠক শেষে মমতা বলেন সিএএ এবং এনআরসি নিয়ে মোদীকে বলেছেন তিনি। আবেদন করেছেন দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে মোদী এবং অমিত শাহ যেন আইনটি নিয়ে পুনর্বিবেচনা করেন। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটা সিএএ নিয়ে আলোচনার জায়গা নয়। পরে এ নিয়ে কথা হতে পারে।

ছবি: DW/P. Tewari

এ দিকে মোদীর সফর ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছিল কলকাতায়। শনিবার দুপুর থেকেই বিভিন্ন রাস্তায় অবরোধ করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিমানবন্দরের বাইরেও চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি বুঝে শেষ মুহূর্তে বদলানো হয় প্রধানমন্ত্রীর সফর সূচিও। প্রথমে ঠিক ছিল বিমানবন্দরে নেমে গাড়িতে তিনি বিবাদী বাগে যাবেন। কিন্তু শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাঁর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। তাতেই গন্তব্যে পৌঁছন তিনি।

এ দিকে বামপন্থী ছাত্র ছাড়াও তৃণমূলের ছাত্ররা লাগাতার ধর্না আন্দোলনে বসে পড়েন। সেই মঞ্চে এক সময় যান মুখ্যমন্ত্রীও। বলেন, গোটা দেশেই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছেন ছাত্ররা। পশ্চিমবঙ্গেও আন্দোলনের দায়িত্ব তিনি ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু বামেরা মোদীর পাশাপাশি আক্রমণ করছেন মমতাকেও। তাঁদের বক্তব্য, মমতা দ্বিচারিতা করছেন। এক দিকে তিনি এনআরসি সিএএ-র বিরুদ্ধে কথা বলছেন, অন্য দিকে বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ হতে দিচ্ছেন না। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকেও যোগ দিচ্ছন না। সিপিএম নেতা তথা বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, ''মোদী-মমতার সেটিং হয়ে গিয়েছে। তাই মমতা এমন আচরণ করছেন।''

শনিবার সন্ধ্যায় মোদী বিরোধী বাম মিছিল পৌঁছে গিয়েছিল তৃণমূলের ধর্না মঞ্চেও। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দু'পক্ষের কথা কাটাকাটি হয়। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে যায়নি।

শনিবার সারা রাত কলকাতার রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন বাম ছাত্রেরা। রবিবার সকালেও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন শহরের বিভিন্ন প্রান্তে। বাম ছাত্রছাত্রীদের পরনে ছিল কালো শার্ট​​৷ হাতে কালো পতাকা৷ তারা উড়িয়েছে কালো বেলুন৷ বস্তুত, শনিবার শহরে বিক্ষোভের রঙ ছিল মূলত কালো৷ এ দিন সকালে পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়। তবে নেতাজি ইন্ডোরের অদূরে ধর্মতলায় বিক্ষোভ দেখান ছাত্ররা।

 এসজি/জিএইচ (আনন্দবাজার, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ