1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৪৪ ধারা

১৯ ডিসেম্বর ২০১৯

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে দেশজুড়ে৷ এদিকে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷

Indien Protest in Neu Delhi
ছবি: DW/S. Ghosh

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ভারতের ১৯ টি বামদল৷ দিল্লি থেকে ডয়চে ভেলের প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন সকাল থেকেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে৷ বাম দলের কর্মীদের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষও৷ ব্যাঙ্গালুরুতে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মহাত্মা গান্ধীর পোস্টার নিয়ে বিক্ষোভে অংশ নেন৷ এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

দিল্লিতে বিক্ষোভ

04:17

This browser does not support the video element.

অন্যদিকে রাজধানী নতুন দিল্লিতে লালকেল্লার সামনে বিশিষ্টজনদের পাশাপাশি সকালে রাস্তায় নেমে এসেছেন জামিয়া মিলিয়া, দিল্লি ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ কিন্তু পুলিশ তাদেরকে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে বাধা দেয়৷ এসময় গোটা এলাকা ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ৷

এখন পর্যন্ত ১৪ টি বাস থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে৷ তারপরও বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন লালাকেল্লার সামনে৷ পরিস্থিতি সামাল দিতে দিল্লির ১৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন বিকাল ৫ টা পর্যন্ত তারা কর্মসূচি পালনের চেষ্টা করবেন৷ 

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ