1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ ভাঙচুর চলছেই

সমীর কুমার দে, ঢাকা২৫ সেপ্টেম্বর ২০১৩

সরকারের মন্ত্রী, বিজিএমইএ নেতৃবৃন্দ, শ্রমিক নেতা কারো আশ্বাসেই আশ্বস্ত হতে পারছেন না গার্মেন্টস শ্রমিকরা৷ সোমবার সরকার, বিজিএমইএ ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে মঙ্গলবার শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছিল৷

Garment workers clash with locals, who they believe are supporting the garment factory owners, during a protest in Dhaka September 23, 2013. More than 100 Bangladeshi garment factories were forced to shut on Monday as thousands of workers protested to demand a $100 a month minimum wage and about 50 people were injured in clashes, police and witnesses said. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CIVIL UNREST BUSINESS TEXTILE)
ছবি: Reuters

শ্রমিক নেত্রী নাজমা আক্তার ডয়চে ভেলেকে বলেন, নতুন মজুরি কাঠামো ঘোষণা না দেয়া পর্যন্ত শ্রমিকদের শান্ত করা কঠিন৷ তাছাড়া মালিকদের বক্তব্য শ্রমিকদের উত্তেজিত করেছে৷ তারপরও তারা কাজ করে যাচ্ছেন৷ তিনি বলেন, সোমবারের তুলনায় মঙ্গলবার অনেক কম বিক্ষোভ বা সহিংসতা হয়েছে৷ আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে যাবে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আহ্বানের পরও কাজে যোগ না দিয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনরত শ্রমিকরা৷ সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত-কুড়িল এলাকার বিভিন্ন কারখানার কয়েক হাজার কর্মী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন৷ তারা কুড়িল ফ্লাইওভারের নিচে একটি অংশে অবস্থান নিলে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ বিক্ষোভের এক পর্যায়ে কিছু শ্রমিক একটি কারখানার দিকে ঢিল ছুড়ে কাচ ভাঙচুরের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ পরে গার্মেন্টসের কর্মকর্তারা নভেম্বর থেকে বর্ধিত বেতন ভাতা কার্যকর করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়৷

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুত্‍ফুল কবীর ডয়চে ভেলেকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ এছাড়া রাজধানীতে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

জানা গেছে, মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন৷ এ সময় তারা কয়েকটি গার্মেন্ট ও যানবাহন ভাঙচুর এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট ২ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ টঙ্গীর বিসিক এলাকার কর্মরত শ্রমিকদের উপর মালিকপক্ষের বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী থানা ঘেরাও করে৷ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার সকালে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক কাজে যোগদান না করে কর্মবিরতি ও মহাসড়কে বিক্ষোভ শুরু করেন৷ এক পর্যায়ে শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করলে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ আশুলিয়ার জিরাবো এলাকায় গতকাল সকালে শ্রমিকদের চলমান আন্দোলনের চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা৷ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়৷

প্রসঙ্গত, নূন্যতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবিতে গত চার দিন ধরে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাঙচুর চালিয়ে আসছে পোশাক শ্রমিকরা৷ এই প্রেক্ষাপটে সোমবার মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে সচিবালয়ে দুই দফা বৈঠক করে রাজপথে জ্বালাও-পোড়াও বাদ দিয়ে শ্রমিকদের মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান৷ তিনি বলেন, ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ যথাযথ পাওনা পরিশোধে মালিকরা অঙ্গীকার করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ