1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈঠকে বসছেন মুরসি

২৬ নভেম্বর ২০১২

মিশরে আবার প্রাণহানির ঘটনা৷ তবে পরিস্থিতি আরব বসন্তের সূচনার সময়ের মতো হওয়ার আগেই সজাগ মোহামেদ মুরসি৷ গণরোষ থামানোর প্রথম পদক্ষেপ হিসেবে বিচারকদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি৷

ছবি: Getty Images/AFP

বৃহস্পতিবার নতুন এক ডিক্রি জারি করেন মিশরের প্রেসিডেন্ট মুরসি৷ সঙ্গে সঙ্গেই ওঠে প্রতিবাদের ঝড়৷ সরকার বিরোধীরা বলছে, এর মাধ্যমে সব ক্ষমতা কুক্ষিগত করে একনায়ক হবার পথে যাত্রা শুরু করেছেন মুরসি৷ মুরসি বলছেন, এই পদক্ষেপ সাময়িক৷ সময়মতো তিনি বাড়তি ক্ষমতা ছেড়ে দেবেন৷

শনিবার ডিক্রির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ সংঘর্ষে ১ জন নিহত ও পাঁচশ'রও বেশি লোক আহত হয়েছে বলে বার্তাসংস্থাগুলো জানিয়েছে৷

মিশরের প্রেসিডেন্ট মুরসিছবি: AP

ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড দল নিহত ব্যক্তিকে তাঁদের সমর্থক বলে দাবি করেছে৷ রোববার নীলনদের তীরের দামানহুর শহরে ব্রাদারহুডের কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা৷ ওই হামলার সময়ই ওই ব্যক্তি নিহত হন৷

এ বছর  গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন হয় মিশরে৷ নির্বাচনে জিতে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড৷ হোসনি মুবারকের শাসনামল শেষ হওয়ার পর ডিক্রির মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বৃদ্ধির চেষ্টা দেখে বিরোধী দলগুলো উদ্বিগ্ন৷

ডিক্রিটি পুরোপুরি প্রত্যাহার চায় তারা৷ এ দাবিতেই গত কয়েকদিন ধরে কায়রোর তাহরির স্কোয়ারে লাগাতার বিক্ষোভ করছে দলগুলো৷ প্রতিদিনই পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের৷

মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধী দলগুলো৷ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রোববার থেকে ধর্মঘট শুরু করে৷ বিচারকরাও পূর্ণ প্রত্যাহার দাবি করেছিলেন৷

তবে প্রেসিডেন্ট মুরসি তাঁদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন৷ বৈঠক হওয়ার কথা সোমবার৷ বার্তাসংস্থা রয়টার্সের দেয়া খবর অনুযায়ী এ বৈঠকে দু পক্ষের একটা আপোশরফা হয়ে যেতে পারে৷ দেশের পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় তা নিশ্চিত করার স্বার্থে নাকি এ মুহূর্তে বিচারকরা কিছুটা নমনীয়৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ