1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারপতি মানিক

৯ জুন ২০১২

বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ইমপিচমেন্টের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দরকার নেই বলে মনে করেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ইতিমধ্যেই রুলিং দেয়ার কথা বলেছেন৷ তিনি আশা করেন সেই রুলিং-এর মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির নিরসন হবে৷ রোববার স্পিকার এই রুলিং দিতে পারেন৷

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সংসদের স্পিকারকে কটুক্তি করার পর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ এ নিয়ে সংসদে দুই দিন আলোচনা হয়৷ আর এরইমধ্যে বিচারপতিকে ইমপিচমেন্ট করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন সংসদ সদস্যরা৷ কিন্তু আজ আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রয়োজন পড়বে না৷ স্পিকার ইতিমধ্যেই সংসদে রুলিং দেয়ার কথা বলেছেন৷ তাঁর আশা এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে৷

একজন আইনজীবীও রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন৷ এ বিষয়ে আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি আইনজীবীর আবেদনকে দুঃখজনক বলে মন্তব্য করেন৷ তিনি বলেন এ ধরণের আবেদনকে প্রশ্রয় দেয়া হলে সবাই গিয়ে বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ দেয়া শুরু করবে৷

আইন মন্ত্রী বলেন, সংবিধান হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি ৷ আর এই সংবিধানেই জাতীয় সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের দায়িত্ব এবং এখতিয়ার দেয়া আছে৷ তিনি আশা করেন সবাই যার যার এখতিয়ারের মধ্যে কাজ করবেন৷

স্পিকার রোববার জাতীয় সংসদে রুলিং দেবেন বলে জানা গেছে৷ আইন মন্ত্রী মনে করেন, স্পিকার যে রুলিং দেবেন তাতে সব পক্ষের মান-মর্যাদা রক্ষা পাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ