1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তদন্তের দাবি

১৩ এপ্রিল ২০১৭

র‌্যাব কীভাবে ‘ক্রসফায়ারের নামে' মানুষ হত্যা করে, তা এক সিনিয়র কর্মকর্তার বয়ানে প্রকাশ করে সুইডিশ রেডিও৷ এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ এবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট৷

ব়্যাব
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অ্যানথেয়া ম্যাকিনটায়ার এই আহ্বান জানান৷ রাজনৈতিক বিরোধীদের নিয়মিত হত্যার বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার আলোচনার প্রমাণ হাতে রয়েছে বলে সুইডেনের জাতীয় রেডিও দাবি করার পর ওয়েস্ট মিডল্যান্ডের কনজারভেটিভ দলের এই এমপি এমন আহ্বান জানান৷

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের বিতর্কে ম্যাকিনটায়ার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘রেকর্ডিং অনুসারে একজন ব্যক্তিকে তুলে নেওয়া, তাকে হত্যা করা এবং লাশ গুম করে দেওয়ার জন্য র‌্যাব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হতো৷ আর যাদের তুলে নেওয়া হতো, তারা প্রধানত বিরোধী দলের সদস্য৷'' এ বিষয়ে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে বাংলাদেশ সরকারের উপর চাপ দিতে ইউরোপীয় পার্লামেন্ট ও ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে চাপ দেওয়ার আহ্বান জানান মাকিনটায়ার৷ র‌্যাব অবশ্য সুইডিশ রেডিওর ওই প্রতিবেদনকে ‘অস্পষ্ট' এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেব উল্লেখ করেছে৷

প্রসঙ্গটি নিয়ে ফেসবুকেও কয়েকজন কথা বলেছেন৷ রিফাত হাসান লিখেছেন, ‘‘র‍্যাব নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই৷ র‍্যাব না থাকলেও কিছু হয় না, বিলুপ্ত হলেও না৷ বাংলাদেশে এখন সব সরকারি বাহিনীই র‍্যাবের পাশাপাশি খুনে বাহিনী হিসেবে নিজেদের সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়েছে৷ সর্বসাম্প্রতিক নুরুল আলম হত্যার ব্যাপারে পুলিশের দিকেই অভিযোগ৷ ফলত র‍্যাব বিলুপ্ত হলে সরকার বরং আরো ক্লিন ইমেজে বাকি বাহিনীগুলো দিয়েই তৎপর রাজনৈতিক কর্মীদের গুপ্তহত্যা, গুম ও নির্যাতন চালিয়ে যেতে পারবে৷ শুধু র‍্যাব বিলুপ্তি নয়, দরকার অন্য কিছু৷''

রুপন আজিজ লিখেছেন, ‘‘র‍্যাব, পুলিশ নিরীহ মানুষদের গুম করে এত দিন কোনো হদিস দিতোনা, সেসব পুরানো খবর৷ নতুন খুশির খবর হলো, এ সব অপহৃত মানুষকে কোনো জঙ্গি হামলায় নাম ঢুকিয়ে হয় মেরে ফেলা হয়, নয়ত গ্রেফতার করা হয়৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ