1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকটে ভারত-ইটালি সম্পর্ক

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৩ মার্চ ২০১৩

ভারতের কেরালা রাজ্যের উপকূলে দুই ভারতীয় মৎসজীবীর হত্যার ঘটনায় ভারতের আদালতে বিচারাধীন ইটালির দুই নাবিককে ভারতে ফেরৎ না পাঠানোর সিদ্ধান্তে ভারত ও ইটালির মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক ও আইনি জটিলতা৷

ছবি: AFP/Getty Images

কেরালা রাজ্যের উপকূলে ভারতীয় মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত ইটালির দুজন সশস্ত্র নাবিককে ভারতে ফেরৎ পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে ইটালি কর্তৃপক্ষ৷ এই নিয়ে সংসদের ভিতরে ও বাইরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া৷ দেখা দিয়েছে দুদেশের মধ্যে কূটনৈতিক ও আইনি জটিলতা৷ ভারতীয় কর্তৃপক্ষ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন৷

ইটালির হালের নির্বাচনে ভোট দেবার জন্য বিচারাধীন ঐ দুজন নাবিককে শর্ত সাপেক্ষে দেশে যাবার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ নতুন দিল্লিতে ইটালির রাষ্ট্রদূত সেই মর্মে আদালতকে মুচলেকা পর্যন্ত দিয়েছিলেন৷ ভারতের আইনজ্ঞদের মতে, এটা বিশ্বাসভঙ্গ এবং আদালত অবমাননা৷ ইটালির রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে ভারতের প্রতিক্রিয়া জানানো হয়৷

ইটালির বক্তব্য, ইটালীয় নাবিকদের ভারতে বিচার বেআইনি৷ যেহেতু ঐ ঘটনা ঘটেছিল আন্তর্জাতিক সমুদ্রসীমায়, তাই ভারতে এর বিচার হতে পারেনা৷ এটা আন্তর্জাতিক সমুদ্রসীমা আইনের খেলাপ৷ বিচার হবে ইটালিতে৷ আন্তর্জাতিক আপোশ আলোচনাতেও রাজি ছিল ইটালি, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি৷ ইটালি এখন জাতিসংঘের সমুদ্রসীমা আইনের এক্তিয়ারের ইস্যু তুলবে৷

এমতাবস্থায় ইটালি সম্ভবত আন্তর্জাতিক সালিশি চাইতে পারে বা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে পারে৷ আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে ইটালির পাশে দাঁড়াতে পারে ইউ৷ ভারতের সমর্থন সেখানে হতে পারে দুর্বল৷ উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ইটালির ঐ দুজন নাবিক দুজন ভারতীয় মৎসজীবীকে জলদস্যু ভেবে গুলি করেছিল৷

অন্যদিকে,এই ইস্যুতে ভারত-ইটালি সম্পর্ক চাপের মুখে৷ এক্ষেত্রে ভারতের সামনে কী কী পথ খোলা আছে? এক, রাজনৈতিক তথা কূটনৈতিক সমাধান৷ যেমন এই মর্মে আন্তর্জাতিক আদালতের রায় চাইতে পারে যে, কোনো দেশ অন্য দেশের সুপ্রিম কোর্ট অবমাননা করতে পারে কিনা৷ কিংবা আরো বেশি ক্ষতিপূরণের দাবি৷ অথবা আন্তর্জাতিক আদালতে ভারতকে প্রমাণ করতে হবে, যে হত্যার ঘটনা ঘটেছিল ভারতীয় জলসীমায়৷ কাজেই বিচারের এক্তিয়ার ভারতের৷

শেষ পর্যন্ত ভারত কিছু করতে পারবে কিনা, সে বিষয়ে পর্যবেক্ষক মহল সন্দিহান৷ যেমন পারেনি বোফর্স মামলার আসামি কোয়াত্রুচিকে ভারতে আনতে৷ যেমন পারেনি ভোপাল গ্যাস দুর্ঘটনা কাণ্ডের অভিযুক্ত অ্যান্ডারসনকে আনতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ