1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

বিচারের আওতায় এনে ফেরত পাঠানো সম্ভব নয়: ট্রাম্প

২২ এপ্রিল ২০২৫

ভেনেজুয়েলার শরণার্থীরা দাবি করেছিলেন, ডিপোর্ট করার আগে তাদের ৩০ দিনের নোটিস দিতে হবে। ট্রাম্প সমস্ত আবেদন খারিজ করে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
অভিবাসীদের ফেরত পাঠাতে ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ডনাল্ড ট্রাম্পের প্রশাসনছবি: Nathan Howard/REUTERS

ডিপোর্ট করার আগে সকলকে বিচারের আওতায় আনতে গেলে ২০০ বছর সময় লেগে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সম্প্রতি বহু ভেনেজুয়েলার মানুষকে ডিপোর্ট করা হয়েছে। যাদের ডিপোর্টকরা হয়েছে তাদের মধ্যে বহু মানুষ আছেন, যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই। অর্থাৎ তারা দাগি নন।

কোন আইনে ডিপোর্ট

সোমবার যুক্তরাষ্ট্রের আদালতকে আইনজীবী জানিয়েছিলেন, টেক্সাস থেকে যে ভেনেজুয়েলার নাগরিকদের ডিপোর্ট করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, তাদের ১৭৯৮ সালের যুদ্ধকালীন একটি আইনের আওতায় আনা হচ্ছে। এই আইন প্রয়োগ করা হলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পূর্ব কোনো অনুমোদন লাগে না।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মানবাধিকার সংগঠন সিভিল লিবার্টিস ইউনিয়ন। তাদের বক্তব্য, এই আইন প্রণয়ন করে ভেনেজুয়েলার প্রচুর নাগরিককে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। আদালতে আবেদন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না তাদের।

এই পরিপ্রেক্ষিতে গত শনিবার সুপ্রিম কোর্ট ডিপোর্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হলে তাকে বিচারের সুযোগ দিতে হবে। প্রশাসন ডিপোর্ট করতে পারবে, কিন্তু তার আগে ওই ব্যক্তিকে বিচারের সুযোগ দিতে হবে।

সুপ্রিম কোর্টের এই বক্তব্যের প্রেক্ষিতেই ট্রাম্প বলেছেন, সকলকে ডিপোর্ট করার আগে বিচারের সুযোগ দিতে হলে ২০০ বছর সময় লেগে যাবে। এবং সে কারণেই ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ