1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশা ছেড়ে দিয়েছেন সাগরের মা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ মে ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত আর এগোচ্ছে না৷ ব়্যাব জানিয়েছে, তারা আটক ব্যক্তিদের ডিএনএ টেস্ট রিপোর্টের অপেক্ষায় আছেন৷ সাগরের মা সালেহা মনির হতাশার সুরে বলেন, এখন আর তিনি এ হত্যাকাণ্ডের বিচার আশা করেন না৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর এক বছরেরও বেশি সময় পার হয়েছে৷ কিন্তু এখনো তাদের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী৷ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বেধে দেয় ২৪ ঘণ্টা পার হয়ে এখন ২৪ মাসের দিকে যাচ্ছে৷ কিন্তু ফলাফল শূন্য৷ শুরুতে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন৷ কিন্তু দেশের রাজনৈতিক বিভক্তির প্রভাব পড়েছে সেখানেও৷ ভেঙে গেছে সেই আন্দোলন৷ সাগরের মা সালেহা মনির দুঃখ করে ডয়চে ভেলেকে বলেন, এখন এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সংবাদমাধ্যমে তেমন আর কোনো রিপোর্টও হয়না৷ আলোচনা হয়না ‘টক শো'-তে৷ আর তদন্তকারীরাও যোগাযোগ করেন না৷ জানান না তদন্তের কোনো অগ্রগতির খবর৷ সবাই যেন সাগর-রুনি হত্যাকাণ্ডের কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছে৷

তিনি বলেন, তিনি এখন সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার বা বিচারের আশা ছেড়ে দিয়েছেন৷ তাঁর দুঃখ যে তিনি আজও জানতে পারলেন না কেন তাঁর ছেলে এবং ছেলের বউকে হত্যা করা হলো৷ কারা হত্যা করল? হত্যাকারীরা প্রভাবশালী বলেই তাদের আড়াল করা হয়েছে বলে মনে করেন সালেহা মনির৷ তাঁর কথা, এখন আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আর কোনো পথ দেখছেন না তিনি৷

আন্দোলন কী তবে একেবারেই থেমে গেছে?ছবি: Harun Ur Rashid Swapan

রুনির ভাই নওশের রোমানও একই ধরনের কথা বলেন৷ তিনি জানান, তদন্তকারী সংস্থার লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ তো করেনই না, এখন সাংবাদিক নেতারাও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন৷ সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার নিয়ে এখন যেন কারুর তেমন কোনো মাথা ব্যথা নেই৷ তাই হতাশ হয়ে বিচারের আশা ছেড়ে দেয়া ছাড়া তাঁদের আর কিই বা করার থাকতে পারে বলে জানান নওশের৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, সাংবাদিক ইউনিয়ন এখন আর আন্দোলনে নেই সত্য, তবে রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে৷ রবিবার তাঁরা এই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও-এর কর্মসূচি পালন করবেন৷ তিনিও অভিযোগ করেন, প্রভাবশালীদের রক্ষায় সরকার মামলাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে৷ আর সে কারণেই তদন্তের নামে সময় পার করছে৷

এদিকে, তদন্তকারী সংস্থা ব়্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল জিয়াউল হাসান ডয়চে ভেলেকে জানান, মামলার তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই৷ এ পর্যন্ত সন্দেহভাজন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারা৷

গত বছরের ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাঁদের নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ