1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে ব়্যাব-পুলিশ

১৪ মে ২০১১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালর একটি প্রতিবেদন এবং ডিভি লটারির ফলাফল বাতিল এই বিষয়গুলো প্রথমত জায়গা পেয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে৷

ছবি: DPA

পশ্চিমবঙ্গে তৃণমূল-কংগ্রসের বিপুল বিজয়

আজ সবকটি সংবাদপত্র আর গণমাধ্যমের প্রধান খবর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রসের বিপুল বিজয়৷ ‘দৈনিক প্রথম আলো' বলেছে, পশ্চিমবঙ্গে অবসান হলো বাম শাসনের৷ বলা ভালো, বিধ্বস্ত৷ আপাতভাবে মনে হচ্ছে, মমতা-সুনামিতে ভেসে গেলো ৩৪ বছরের লাল দুর্গ৷ কিন্তু ভোটের ফলাফল এই ইঙ্গিত দিচ্ছে যে, পশ্চিমবঙ্গের মানুষ ভেতরে ভেতরে এই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়েছে৷ তারই ফল এই রায়৷ ‘দৈনিক সমকাল' এর শীর্ষ খবরগুলোতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল৷ এ নিয়ে সমকালের শিরোনামগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে বাম দুর্গ চুরমার এবং মা, মাটি ও মানুষের জয়৷ নির্বাচনে বামফ্রন্টের এ ধরণের বিপর্যয়কে পত্রিকাগুলো ‘ইন্দ্রপতন' এর সঙ্গে তুলনা করেছে৷ ‘দৈনিক কালের কন্ঠ'এর শিরোনাম ‘সবুজ এলো লাল হটিয়ে৷'

বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে ব়্যাব-পুলিশ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই কথা৷ আর এই খবরটি আজ কয়েকটি সংবাদপত্রে স্থান পেয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধে সরকার তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে৷ লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শুক্রবার তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেব অনুয়ায়ী ২০১০ সালের প্রথম ১০ মাসে ব়্যাব ও পুলিশ সদস্যদের বিচার-বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন ৬০ জনের বেশি মানুষ৷

ডিভি লটারির ফলাফল বাতিল

প্রায় সবক'টি সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছে এই খবরটি৷ ডিভি-২০১২ লটারির ফল বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার৷ দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন লটারির পর ১৫ জুলাই নাগাদ নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে৷ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্পিউটার প্রোগ্রামিংয়ে ত্রুটি থাকায় ১ থেকে ৬ মে প্রকাশিত ডিভি লটারির ফল বাতিল করা হয়েছে৷ ঐ ফল সঠিক নয়এবং তা প্রকাশের ক্ষেত্রে ভুল ছিল৷ সেখানে আরো বলা হয়, যে ফল

প্রকাশ করা হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সঠিকভাবে দৈবচয়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ