1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেন সংকট চরমে

৩১ জানুয়ারি ২০১৮

ইয়েমেনের আদেন শহরে প্রেসিডেনশিয়াল প্যালেস ঘিরে ফেলেছে বিচ্ছিন্নতাবাদীরা৷ সৌদি সমর্থনপুষ্ট সরকারের প্রধানমন্ত্রী আহমেদ বিন দাহার এবং তাঁর মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য সৌদি আরবে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে৷

Jemen Separatisten kontrollieren Interimshauptstadt Aden
ছবি: Getty Images/AFP/S. Al-Obeidi

রবিবার তুমুল সংঘর্ষ শুরু হয় আদেনে৷ সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট সাউদার্ন ট্র্যানজিশনাল কাউন্সিল (এসটিসি) সরকারকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল৷ সেই সময়সীমা পার হওয়ার পর শহরে বিক্ষোভ মিছিল শুরু করে এসটিসি৷ তাতে বাধা দেয়ার পরই শুরু হয়ে যায় সংঘর্ষ৷ গত তিন দিনের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৬ জন মারা গেছে৷ মধ্য আদেনে প্রেসিডেনশিয়াল প্যালেস ঘিরে ফেলার পর এসটিসির যোদ্ধাদের উল্লাস করতে দেখা গেছে৷

এদিকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আদেনে সব রকমের মানবিক সাহায্য কার্যক্রম বন্ধ করেছে সেভ দ্য চিলড্রেন৷ সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইতিমধ্যে আদেনে সংঘর্ষে লিপ্ত দু'পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে৷ জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘আদেনে স্থিতি এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে যা যা করা দরকার, জোট তা করবে৷'' ইয়েমেন সংকটের শুরু থেকেই সৌদি আরব নিয়ন্ত্রিত জোটকে সমর্থন জানিয়ে আসা যুক্তরাষ্ট্র দু'পক্ষের প্রতি রক্তপাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে৷

ইয়েমেনে সংকটের সূত্রপাত ২০১৪ সালে৷ ইরানের সমর্থনপুষ্ট হুতিরা রাজধানী সানা দখল করে নিলে প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন৷ আদেনকে ডি-ফ্যাক্টো রাজধানী হিসেবে ঘোষণা করা হয়৷ ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হাদির পাশে দাঁড়ায় সৌদি আরব৷ ২০১৫ সালে সৌদি সমর্থনপুষ্ট জোট বাহিনী ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে৷

চার বছর ধরে চলমান যুদ্ধের কারণেইয়েমেনে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার, বিশেষ করে সে দেশের নারী ও শিশুদের সংকটাপন্ন বর্তমান নিয়ে উদ্বেগ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে৷

কিন্তু যুদ্ধ থামেনি৷ বরং সম্প্রতি সংকট নতুন মোড় নিয়েছে৷ গত মাসে হুতি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র বাহিনীর ঐক্যে ফাটল ধরে৷ হুতিদের আধিপত্যে হতাশ সালেহ সৌদি নিয়ন্ত্রিত জোটের দিকে ঝুঁকে পড়েন৷ এরপরই সালেহকে হত্যা এবং তাঁর অনেক অনুসারীকে আটক করা হয়৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ