1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচ্ছিন্নতাবাদীদের সাথে জঙ্গিদের ‘কমার্শিয়াল ডিল'

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ নভেম্বর ২০২২

বান্দরবান ও রাঙামাটির পাহাড়ে কুকি বিদ্রোহীদের আস্তানায় নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণের বিষয়টি একটি নতুন ঘটনা বলে জানিয়েছেন জঙ্গি বিষয়ক বিশ্লেষকরা৷ তারা বলছেন, এটা আদর্শিক নয়, ‘কমার্শিয়াল ডিল'৷

Bangladesch Sajek Valley
ছবি: DW/M. Mamun

তবে এই কর্মাাশিয়াল ডিলকে এখনো স্বাধীনভাবে যাচাই করে দেখেননি বাংলাদেশের সাংবাদিকরা৷ বিশ্লেষকরা মনে করেন, এই সংক্রান্ত যেসব তথ্য সংবাদমাধ্যমে ছাপা হয়েছে তা একই সূত্র থেকে পাওয়া৷ এটা স্বাধীনভাবে যাচাই হওয়া প্রয়োজন৷

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যাদেরকে সংক্ষেপে কুকি বিদ্রোহী বলা হয় তারা বাংলাদেশের পাহাড়ি এলাকার একটি অংশকে বিচ্ছিন্ন করার তৎপরতায় লিপ্ত৷ এর প্রধান নাথান বম নামে একজন৷ আর ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নামে নতুন যে জঙ্গি সংগঠনটির নাম সামনে এসেছে তার আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ৷ কিন্তু এর মাস্টারমাইন্ড হলেন প্রধান উপদেষ্টা শামীন মাহফুজ ওরফে শামীন স্যার৷ শামীন মাহফুজ আনসার আল ইসলামের সাবেক নেতা৷

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা বান্দরবান ও রাঙামাটির দুর্গম পাহাড়ে অক্টোবরে টানা অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে৷ এদের মধ্যে সাতজন প্রশিক্ষণ নেয়া জঙ্গি এবং তিনজন কুকি বিদ্রোহী গ্রুপের সদস্য বলে র‌্যাব ব্রিফিং-এ জানায়৷ তাদের কাছ থেকে ৯টি বন্দুক, ৫০ রাউন্ড বন্দুকের গুলি, কার্তুজ, কেইস ৬২টি, হাত বোমা, কার্তুজ বেল্ট, দেশীয় পিস্তল, ওয়াকিটকি সেট, কুকি চিন লিখা ১০টি মানচিত্র উদ্ধার করা হয়৷ ২১ অক্টোবর র‌্যাব সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করে৷

র‌্যাব যা জনিয়েছে

বান্দরবানে ২১ অক্টোবর ব্রিফিং-এ র‌্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের জঙ্গি সংগঠনের সদস্যদের বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় তাদের প্রশিক্ষণ দেয়া হয়৷ তাদের আগ্নেয়াস্ত্র চালানো, আইইডিসহ বিভিন্ন ধরণের বোমা তৈরি, চোরাগুপ্তা হামলা, প্রতিকুল পরিবেশে বেঁচে থাকার বিভিন্ন কৌশলসহ বিভিন্ন ধরণের শারীরিক ও তাত্ত্বিক জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়৷''

তিনি আরো বলেন, ‘‘তারা পার্বত্য অঞ্চলের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি অর্থের বিনিময়ে সংগ্রহ করত৷''

এর আগে আরে দুই দফা অভিযানে আরো সাত জনকে গ্রেপ্তার করা করে র‌্যাব৷

তাদের দিক থেকে তাদের সিলেকশন ভালো: মুনিরুজ্জামান

This browser does not support the audio element.

সিটিটিসি যা বলেছে

কাউন্টার টেররিজম ইউনিটও পাহাড়ে প্রশিক্ষণ নেয়া পাঁচ জঙ্গিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে৷

নতুন এই জঙ্গি সংগঠন নিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান ২৭ সেপ্টেম্বর ঢাকায় এক প্রেস ব্রিফিং-এ জানান, শামীন মাহফুজ ২০১৭ সালে কারাগার থেকে জামিনে বের হয়ে পাহাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্প খুঁজতে থাকেন৷ সে জানতে পারে পাহাড়ি এলাকায় কুকি-চিন নামে একটি সংগঠন আছে৷ সেই সংগঠনটির প্রধান হলেন নাথান বম৷ নাথান বম হচ্ছেন শামীন মাহফুজের বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠতম বন্ধু৷

শামিন মাহফুজ ও নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷ নাথান বমের সঙ্গে যোগাযোগ করে শামীন তাকে তার সংগঠনের সদস্যদের প্রশিক্ষণের জন্য প্রস্তাব দেন৷ ২০১৯ সালে কক্সবাজারের একটি হোটেলে তারা মিলিত হয়৷

মিটিংয়ে অর্থের বিনিময়ে প্রশিক্ষণের সিদ্ধান্ত হলে নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা বান্দরবানের পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ শিবিরে কাটআউট (পরস্পরকে বিচ্ছিন্ন করা) পদ্ধতিতে যাওয়া শুরু কর৷

সিটিটিসি প্রধান আর বলেন, পার্বত্য অঞ্চলকে প্রশিক্ষণ শিবির হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে- যেন তাদের সদস্যদের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় থাকে৷

জঙ্গি ও পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা প্রশিক্ষণের এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে র‌্যাব ও সিটিটিসির সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করেও তাদের ব্রিফিং-এর বাইরে বাড়তি কোনো তথ্য পাওয়া যায়নি৷

 

সাংবাদিকরা যেভাবে তথ্য পেয়েছেন

বাংলাদেশে জঙ্গি বিষয়ক প্রতিবেদন করে যেসব সাংবাদিক আলোচিত তাদের একজন হলেন নুরুজ্জামান লাবু৷ তিনি বলেন, ‘‘আমরা চার-পাঁচ বছর আগে থেকেই বিভিন্ন সূত্র থেকে জানতে পারছিলাম তখনকার জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম কুকি বিদ্রোহীদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়৷ তাদের আদর্শিক অবস্থান ভিন্ন হলেও এটা অর্থের বিনিময়ে করা হচ্ছিল৷ প্রশিক্ষণ ছাড়াও অর্থের বিনিময়ে নানা ইকুইপমেন্টও বিনিময় হয়৷ বাংলাদেশে জঙ্গিদের নিজস্ব নিয়ন্ত্রিত এলাকা নেই, যেটা কুকিদের আছে৷ তাই তারা নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে কুকিদের এলাকায় প্রশিক্ষণ নেয়৷ জঙ্গিদের অর্থের উৎস বন্ধ হয়নি৷ আগে ছিলো, এখনো আছে৷ ফলে তারা কুকিদের অর্থ দিয়ে প্রশিক্ষণ নিয়েছে৷''

তিনি বলেন, ‘‘এখনকার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার মাস্টরমাইন্ড শামীন মাহফুজ আগে আনসার আল ইসলামের নেতা ছিলেন৷ তিনি এবং কুকি নেতা নাথান বম একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন৷ তাদের মধ্যে সেই সময়ে সম্পর্ক ছিলো৷''

এইসব তথ্যের সূত্র জানতে চাইলে তিনি বলেন, ‘‘যারা গ্রেপ্তার হয়েছেন তারা পুলিশকে তথ্য দিয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ সেখান থেকেই আমরা তথ্য পেয়েছি৷ মামলার এজাহারও তথ্যের উৎস হিসেবে ব্যবহার করেছি৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এই সব তথ্য যে স্বাধীনভাবে যাচাই করার সুযোগ একদম নেই, তা নয়৷ তবে আমরা স্বাধীনভাবে যাচাই করিনি৷ কারণ যেখানে প্রশিক্ষণ হয় সেটা দুর্গম পাহাড়ি এলাকা৷ সেখানে গিয়ে এটা নিয়ে কাজ করা বেশ কষ্টসাধ্য এবং অনেক ঝুঁকিপূর্ণ৷ ওই এলাকা অশান্ত থাকে৷''

তথ্য স্বাধীনভাবে যাচাই হওয়া দরকার: নূর

This browser does not support the audio element.

স্বাধীন সূত্র থেকে তথ্য যাচাই করা দরকার

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও জঙ্গিদের দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছেন মানবাধিকার কর্মী নূর খান৷ তিনি মনে করেন, ‘‘জঙ্গিদের নিয়ে এই সময়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা স্বাধীনভাবে যাচাই হওয়া দরকার৷ আমরা যেসব তথ্য সংবাদমাধ্যমে পাচ্ছি তা একই জায়গা থেকে আসা বলে আমার মনে হচ্ছে৷''

তার কথা, ‘‘বাংলাদেশে অতীতে জঙ্গিদের সাথে বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্ক বা সহযোগিতার সম্পর্কের কথা আমরা শুনিনি৷ এটা নতুন শুনছি৷ আর জঙ্গি ও কুকি বিদ্রোহীরা ভিন্ন আদর্শের৷ জঙ্গিরা চায় তাদের মত করে দেশেই ধর্মীয় ব্যবস্থা কায়েম করতে৷ আর বিচ্ছিন্নতাবাদীরা চায় আলাদা ভূখন্ড৷ এই আদর্শিক পার্থক্য ঘুঁচাবার নয় কোনোভাবেই৷ তারপরও যদি ধরে নেই কুকিরা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, সেই তথ্য স্বাধীন সূত্র থেকে যাচাই বাছাই করার দরকার আছে৷ তা না হলে দেশের বর্তমান অস্থির রাজনীতির প্রেক্ষাপটে মানুষের মনে সন্দেহ তৈরি হতে পারে৷''

জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের ‘কমার্শিয়াল ডিল'

তবে নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্ট্যাডিজের চেয়াম্যান মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজাজামান বলেন, ‘‘জঙ্গিরা বিছিন্নতাবাদীদের সহায়তা নিচ্ছে এটা বাংলাদেশে নতুন হলেও পৃথিবীতে নতুন নয়৷ ফিলিপাইনে এ ধরনের ঘটনা ঘটেছে৷ আদর্শিক মিল না থাকলেও অর্থের জন্য এটা হয়৷ এটা কমার্শিয়াল ডিল৷ কুকিরা পয়সার বিনিময়ে ট্রেনিং দিয়েছে৷ এটা আর্মস-এর ক্ষেত্রেও হতে পারে৷ বাংলাদেশে আর্মস ডিল হয়েছে কি না জানিনা, তবে আশঙ্কা আছে৷''

তার কথা, ‘‘বাংলাদেশে জঙ্গিরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ এবং এনজিওদের কাছ থেকে অর্থ পাচ্ছে৷ এই ধরনের ভাড়ায় প্রশিক্ষণ নেয়ার মতো অর্থ তাদের আছে৷''

পাহাড়ে কেন এই প্রশিক্ষণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘কুকিরা কম পরিচিত, আর দুর্গম পাহাড় জঙ্গিদের সেফটি সিকিউরিটির জন্য ভালো৷ তাই জঙ্গিরা ওই এলাকা বেছে নিয়েছে৷ তাদের দিক থেকে তাদের সিলেকশন ভালো বলে আমি মনে করি৷''

জঙ্গিদের নতুন ব্র্যান্ডিং হচ্ছে

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' সম্পর্কে মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজাজামানের পর্যবেক্ষণ হলো, ‘‘জঙ্গিদের নতুন ধারা আবার আসছে৷ জঙ্গিদের এখন নিউ ব্র্যান্ডিং হচ্ছে৷ বাংলাদেশে এই ঘটনা তার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে৷ এই অঞ্চলে এখন আইএস-এর প্রভাব কমে যাচ্ছে এবং একিউআইএস-এর (আল কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট) প্রভাব বাড়ছে৷ জাওয়াহিরি মারা যাওয়ার পর নতুন নেতা হয়েছে তাদের৷ একটা নতুন স্পিরিট তাদের মধ্যে আসছে৷ আর একিউআইএসের একটা উদ্দেশ্য হচ্ছে ভারত ও কাশ্মিরে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিশোধ নেয়া৷ ফলে এই এলাকার ওপর তাদের নজর আছে৷''

বাংলাদেশে রোহিঙ্গাদের মধ্যেও জঙ্গিদের রিক্রুটমেন্ট শুরু হওয়ার প্রমাণ থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘তবে তাদের প্রশিক্ষণের ব্যাপারে এখনো আমাদের হাতে কোনো তথ্য নেই৷ রোহিঙ্গাদের রিক্রুট করতে দেশি-বিদেশি জঙ্গিরা সক্রিয়৷''

তিনি মনে করেন, জঙ্গিদের এই নিউ ব্র্যান্ডিং-এর ব্যাপারে বাংলাদেশের আরো সতর্ক হতে হবে৷ বিশেষ করে ক্রস বর্ডার নজরদারি বাড়াতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ