1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bangladesh: Polls close in first election for 7 years

সমীর কুমার দে/আরাফাতুল ইসলাম২৯ ডিসেম্বর ২০০৮

ঘড়িঁর কাটায় ঠিক চারটা বাজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে ৩৫ হাজার ভোটকেন্দ্রের সদর দরজা৷ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ৷ নির্বাচন কমিশন আশা করছে মোট ভোটারের ৭০ শতাংশ ভোট দিয়েছে৷ কমিশন সচিব হুমায়ুন কবির জানিয়েছেন এই তথ্য৷

ভোট দিচ্ছেন ১০৩ বছর বয়স্ক ফেকু মিয়া৷ছবি: Mustafiz Mamun

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেছেন, দুপুরের মধ্যেই অর্ধেক ভোট কাস্ট হয়েছে৷ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখার পর মুন্সিগঞ্জে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন৷ তবে কোন কোন কেন্দ্রে দুপুরের মধ্যেই ৭০ শতাংশ করে ভোট কাস্ট হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার৷

অনেক ভোটারই জাতীয় পরিচয়পত্র থাকার পরও ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ ভোটার লিস্টে খুঁজে পাওয়া যায়নি তাদের নাম৷ছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ নির্বাচনের সময়সীমা শেষ হওয়ার দুই ঘন্টা আগেই ৬০ শতাংশ ভোট পড়েছে৷ এবার নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বেশি৷

বেলা ১টা বাজার আগেই অধিকাংশ কেন্দ্রে অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান৷ তবে এবার ব্যতিক্রম ছিল মহিলাদের লম্বা লাইন৷ কারো চোখে মুখে ছিল না আতংকের ছাপ৷ সবাই স্বচ্ছন্দে ভোট দিয়েছেন৷ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন৷

মিরপুরের হাজী আশরাফ আলী হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আফরোজা খানম জানালেন, ‘এবার কোন সমস্যা নেই৷ তাদের কেউ হুমকি ধামকি দেয়নি৷ ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন৷'

তবে অনেক ভোটারই জাতীয় পরিচয়পত্র থাকার পরও ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ ভোটার লিস্টে খুঁজে পাওয়া যায়নি তাদের নাম৷ ভোট দিতে না পারা লোকজন ঢাকা ও নারায়নগঞ্জে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে৷

বিচ্ছিন্নভাবে দু'একটি জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার (জামালপুর-১) রবিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে৷ সকাল ১০টার দিকে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন৷ তবে বকশীগঞ্জের ইউএনও জাকির হোসেন সংঘর্ষের কথা স্বীকার করে টেলিফোনে ডয়চে ভেলেকে বলেছেন, ভোট গ্রহণ এক মিনিটের জন্যও বন্ধ ছিল না৷ সংঘর্ষ বাইরে হয়েছে৷ ফলে ভোট গ্রহণে কোন সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান তিনি৷

মাদারীপুরের মতলবের কাশিমপুর থেকে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় প্রতিপক্ষের কিছু লোকজন সাবেক শিক্ষা প্রতিন্ত্রী এহসানুল হক মিলনের গাড়িতে হামলা চালায়৷ এতে মিলনের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে তিনি অক্ষত রয়েছেন৷ এহসানুল হক মিলন স্থানীয় সাংবাদিকদের বলেছেন, আমাকে হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে৷

মাদারীপুরের কালকিনি উপজেলার (মাদারীপুর-৩) কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থকদের হামলায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের রিপোর্টার সহ অন্তত ১০ জন আহত হয়েছেন৷

সাতক্ষীরায় চারদলীয় জোট প্রার্থীর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করায় একটি বেসরকারী টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিলেন প্রিজাইডিং অফিসার৷

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষ ছিল বলেই প্রকাশ৷ অবশ্য দু'একটি জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ