1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে অসহিষ্ণুতা

আশীষ চক্রবর্ত্তী২৫ নভেম্বর ২০১৫

ভারতে অসহিষ্ণুতা বেড়েছে- এ কথা বলে এবার ঝড় তুলেছেন আমির খান৷ ক্ষমতাসীন বিজেপি ও তাদের কতিপয় সমর্থক আমিরের বিরুদ্ধে সবাক, সোচ্চার৷ তবে সংখ্যাগুরু ধর্মনিরপেক্ষ শক্তিও৷ তাঁরা আছেন আমিরের পাশে৷

Bollywood PK Schauspieler Aamir Khan
ছবি: Punit Paranjpe/AFP/Getty Images

বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খানই প্রথম বলেছিলেন, সাম্প্রতিক সময়ে ভারতে অসহিষ্ণুতা খুব বেড়েছে৷ ক্ষমতাসীন দল বিজেপির কয়েকজন মন্ত্রী এবং রাজ্য নেতা শাহরুখের সমালোচনায় মুখর হয়েছিলেন৷ ‘‘শাহরুখের অন্তরে পাকিস্তান''- এমন আপত্তিকর মন্তব্য করে তাঁকে প্রয়োজনে পাকিস্তানে চলে যাবার পরামর্শও দিয়েছিলেন কোনো কোনো বিজেপি নেতা৷

বলিউডের আরেক সুপারস্টার আমির খানও যেন ঢিল ছুঁড়েছেন ভিমরুলের চাকে৷ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘এ দেশে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি৷'' নিরাপত্তাহীনতার কারণ ক্রমশ বেড়ে চলা অসহিষ্ণুতা৷ আমির আরো জানান, ধর্মীয় অসহিষ্ণুতার এই সময়ে সপরিবারে দেশ ছাড়ার কথাও বলেছেন তাঁর স্ত্রী কিরণ রাও৷

অতীতেও ধর্মীয় অসহিষ্ণুতার কারণে বড় বড় ঘটনা ঘটেছে- এ কথা স্মরণ করিয়ে দেয়ায় আমির বলেছেন, হ্যাঁ, অতীতেও ঘটেছে এবং যখন তা হয়েছে, খারাপই হয়েছে৷ আমির জনান, ধর্মীয় উন্মাদনার বিপরীতে সরকারের নীরবতার প্রতিবাদে যাঁরা জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তাঁদের প্রতি তাঁর সমর্থন আছে৷ আমির অবশ্য জানিয়েছেন, শান্তিপূর্ণ সব প্রতিবাদকেই তিনি সমর্থনযোগ্য মনে করেন৷

সাংবাদিকদের পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানে আমির আরো বলেন, সমাজে নিরাপত্তাবোধ এবং ন্যায়বিচার থাকা খুব জরুরি৷ তা না থাকলে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়৷ এমনটি যে যুগ যুগ ধরে হয়ে আসছে- তা-ও স্বীকার করেছেন ৫০ বছর বয়সি অভিনেতা৷ তাঁর মতে, ভারতে গত ছয় থেকে আট মাসে অসহিষ্ণুতা অনেক বেড়েছে৷

টেলিভিশনে যাঁরা আমিরের বক্তব্য শোনেননি, তাঁরা হামলে পড়ছেন ইউটিউবে৷ আমির খানের এই একটি ভিডিওই একদিনে দেখা হয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২২০ বার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ