1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপির রোষে সাংবাদিক নগ্ন, বন্দি কারাগারে

৭ এপ্রিল ২০২২

ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পুলিশ এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে।

মধ্যপ্রদেশ
প্রতীকী চিত্রছবি: Anindito Mukherjee/dpa/picture alliance

বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করার 'অপরাধে' থানায় অর্ধনগ্ন করে রাখা হলো সাংবাদিক এবং ইউটিউবারদের। মধ্যপ্রদেশের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যায়। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন।

অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের জামা খুলিয়ে অন্তর্বাস পরে দাঁড় করিয়ে রাখে। প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা বিধায়কের বিরুদ্ধে খবর করতে গেছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রহগ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে।

পুলিশ এবং ওই বিজেপি বিধায়ক এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এসজি/জিএইচ (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ