উত্তরবঙ্গে এক বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাপ ছড়িয়েছে। বিজেপির দাবি তাঁকে খুন করা হয়েছে।
বিজ্ঞাপন
ফের এক বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু। যা ঘিরে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপির দাবি, উত্তরবঙ্গের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে। তবে এলাকার তৃণমূল নেতাদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে হেমতাবাদে তাঁর বাড়ির কাছেই একটি দোকান থেকে দেবেন্দ্রবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের দাবি, রাত একটা নাগাদ বাইকে করে কয়েকজন এসেছিল বাড়িতে। তারাই ডেকে নিয়ে যায় দেবেন্দ্রবাবুকে। সকাল পর্যন্ত বিধায়ক বাড়ি ফেরেননি। এলাকায় খবর রটে যাওয়ার খানিক পরে স্থানীয় দোকান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি দেবেন্দ্রবাবুর ঝুলন্ত দেহের একটি ছবি দেখিয়ে দাবি করছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিধায়ককে। কারণ গলায় দড়ির পাশাপাশি তাঁর একটি হাতও দড়িতে বাঁধা ছিল। প্রশাসন অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানায়নি। দেহের ময়নাদতদন্ত হচ্ছে।
ভারতের কোন রাজনৈতিক দল কতটা ধনী?
২০১৬-১৭ সালে ভারতের সাতটি জাতীয় দলের আয় ছিল মোট ১,৫৯৯ কোটি টাকা৷ এদের মধ্যে বিজেপির অঙ্কটা ছিল সবচেয়ে ওপরে– ১, ০৩৪.২৭ কোটি টাকা৷ এবারে দেখা যাক কোন দল কতটা ধনী...
ছবি: DW
ভারতীয় জনতা পার্টি
দিল্লির এক সংস্থা এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এক হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে৷ অবশ্য এর জন্য ৭১০ কোটি টাকা দলের খরচ হয়েছে৷ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে বিজেপির আয় ৮১ দশমিক ১ শতাংশ বেড়েছে৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
কংগ্রেস
রাজনীতির প্রভাবের মতোই তহবিলের ক্ষেত্রেও কংগ্রেস বিজেপির থেকে অনেক পিছিয়ে৷ ২০১৬-১৭ সালে কংগ্রেস দলের আয় হয়েছে ২২৫ কোটি টাকা, যেখানে এর জন্য খরচ হয়েছে ৩২১ কোটি টাকা৷ মানে খরচ আয়ের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি৷ এক বছর আগের তুলনায় দলের আয় ১৪ শতাংশ কমেছে৷
ছবি: Reuters/A. Dave
বহুজন সমাজ পার্টি
মায়াবতীর বহুজন সমাজ পার্টি এক বছরের মধ্যে ১৭৩ দশমিক ৫৮ কোটি টাকা আয় করেছে৷ এর জন্য ৫১ দশমিক ৮৩ কোটি টাকা খরচ হয়েছে৷ ২০১৬-১৭-তে এই দলের আয় ১৭৩ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে৷ দলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ লোকসান হয়েছে বটে, কিন্তু আমদানি বাড়ছে৷
ছবি: DW/S. Waheed
ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি
শরদ পাওয়ারের এ দলের আয় ২০১৬-১৭ তে ৮৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে৷ ২০১৫-১৬ তে যেখানে এই দলে ৯ দশমিক ১৩ কোটি টাকা আয় হয়েছে, ২০১৬-১৭ তে এই আয় বেড়ে ১৭ দশমিক ২৩ কোটি টাকা হয়েছে৷ এনসিপি মূলত মহারাষ্ট্র্রের রাজনৈতিক দল, কিন্তু অন্য রাজ্যে এর উপস্থিতি রয়েছে এবং এটি একটি জাতীয় দল৷
ছবি: AP
তৃণমূল কংগ্রেস
তথ্য বলছে, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আয় ৮১ দশমিক ৫২ শতাংশ পড়তির দিকে ছিল৷ জাতীয় দলের যোগ্যতা সম্পন্ন এই দলের আয় ৬ দশমিক ৩৯কোটি টাকা এবং খরচ ছিল ২৪ দশমিক ২৬ কোটি টাকা৷ লোকসভাতে ৩৪ সদস্য বিশিষ্ট এই তৃণমূল কংগ্রেস ২০১১ থেকে পশ্চিমবঙ্গে রাজত্ব করছে৷
ছবি: DW
সিপিএম
২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলের আয় ৬ দশমিক ৭২ শতাংশ কম হয়েছে৷ ২০১৬-১৭ সালে দলে ১০০ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ৯৪ কোটি টাকা৷ সাম্প্রতিক সময়ে অবশ্য সিপিএমের রাজনৈতিক প্রভাব বেশ স্তিমিত৷
ছবি: Getty Images/AFP/D. Dutta
সিপিআই
জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে কম আয় সিপিআইয়ের৷ ২০১৬-১৭ সালে দলে ২ দশমিক ০৭৯ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ১ দশমিক ৪ কোটি টাকা৷ লোক সভা এবং রাজ্যসভাতে সিপিআইয়ের একজন করে সাসংদ আছে৷ কেরালাতে এই দলের ১৯ বিধায়ক এবং পশ্চিমবঙ্গে ১ বিধায়ক রয়েছে৷
ছবি: DW/S.Waheed
সমাজবাদী পার্টি
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২০১৬-১৭ সালের ৮২.৭৬ কোটি টাকা আয় করে সবচেয়ে ধনী জাতীয় দল৷ কীভাবে? এর জন্য দলের ১৪৭ দশমিক ১ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে৷ মানে দল আয় থেকে বেশি ব্যয় করেছে! কাজেই ধনী তো বটেই!
ছবি: DW
তেলেগু দেশম পার্টি
অন্ধ্রপ্রদেশের শাসনের দায়িত্বে থাকা তেলেগু দেশম পার্টি ২০১৬-১৭ সালে ৭২ দশমিক ৯২ কোটি টাকা আমদানি করেছে৷ এর জন্য খরচ হয়েছে ২৪ দশমিক ৩৪ কোটি টাকা৷ দলের দায়িত্ব চন্দ্রবাবুর হাতে, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে!
ছবি: picture-alliance/dpa/Str
এআইডিএমকে এবং ডিএমকে
তামিলনাড়ুর শাসক দলের আসনে থাকা এআইডিএমকে ২০১৬-১৭ সালে ৪৮ দশমিক ৮৮ কোটি টাকা আয় করেছে যেখানে খরচ ছিল ৮৬ দশমিক ৭৭ কোটি টাকা৷ এর প্রতিদ্বন্দ্বী ডিএমকে ২০১৬-১৭ সালের ভেতর আয় করেছে ৩ দশমিক ৭৮ কোটি টাকা৷ যেখানে এদের খরচ ছিল ৮৫ দশমিক ৬৬ কোটি টাকা৷
ছবি: picture-alliance/dpa
এআইএমআইএম
সঞ্চয়ের কথা যদি বলেন, তাহলে আসাদউদ্দীনের এআইএমআইএম দলের নাম সবার আগে৷ ২০১৬-১৭ তে ৭ দশমিক ৪২ কোটি টাকা আয় এবং এর জন্য খরচ মাত্র ৫০ লাখ৷ মানে দল ৯৩ শতাংশ লাভ করেছে!
ছবি: Imago/Hindustan Times/S. Mehta
11 ছবি1 | 11
কেন্দ্রীয়. সরকারের প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা দেবশ্রী চৌধুরী সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। বিজেপির একাধিক নেতা এবং সাংসদ ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচিও শুরু করেছেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ডয়চে ভেলেকে বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ তা আরও একবার প্রমাণিত হলো। একজন বিধায়ক যদি এ ভাবে খুন হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে বোঝাই যায়।'' বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও টুইট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। দিলীপবাবু ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে জানিয়েছেন, শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য জুড়ে এই খুনের বিরুদ্ধে আন্দোলন করবে বিজেপি। তাঁর বক্তব্য, ''এর আগে পুরুলিয়ায় ঠিক এ ভাবে বিজেপি কর্মীদের খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর এ ঘটনা মেনে নেব না।''
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে হেমতাবাদ থেকে জিতেছিলেন দেবেন্দ্রবাবু। পরে তিনি বিজেপিতে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলের রাজ্য স্তরের কোনও নেতা এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি। প্রশাসনও মুখে কুলুপ এঁটেছে।