1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপি ৫, বিরোধী ১

গৌতম হোড় নতুন দিল্লি
৩ ডিসেম্বর ২০১৯

স্কোর এখন ৫-১৷ ফুটবলের নয়, ভারতে দল বা বিধায়ক ভাঙিয়ে রাজ্য সরকার গড়া নিয়ে খেলার স্কোর৷ এতদিন খেলাটা ছিল একতরফা৷ মহারাষ্ট্রে বিজেপিকে ধাক্কা দিয়ে প্রথমবার খাতা খুলল বিরোধীরা৷ এরপর কী হবে?

Indien Neu-Delhi BJP Anhänger
ছবি: IANS

গত কয়েক বছর ধরে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও গোয়া, বিহার, কর্ণাটক, মণিপুর ও সিকিমে সরকার গড়েছে বিজেপি৷ বিরোধীদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা কার্যত একতরফা খেলে গোলের পর গোল করে গিয়েছে৷ কংগ্রেসসহ বিরোধীরা শুধু তাকিয়ে দেখেছে এবং বঞ্চনার ও গণতন্ত্র হত্যার অভিযোগ তুলেছে৷ এতদিন পর্যন্ত এই খেলার ফল ছিল বিজেপি ৫ ও বিরোধী ০৷

গোয়ায় বিজেপি ক্ষমতায় ছিল, তারপর ভোটে মাত্র তেরোটি আসন পেয়েও দল ভাঙিয়ে তারা সরকার গঠন করে৷ সিকিমে তো বিজেপি প্রথমে কোনো আসনই পায়নি, তারপরেও ১০ জন বিধায়ক ভাঙিয়ে এনে সরকারে শামিল হলো তারা৷ মণিপুর, কর্ণাটকেও তারা দল ও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করলো৷ দিল্লিতে চালু কথাই হলো, বিধানসভায় ফলাফল যা-ই হোক না কেন, ক্ষমতায় তো বিজেপিই আসবে৷ সেখানেই ধাক্কাটা মেরেছে মহারাষ্ট্র,ধাক্কাটা দিয়েছেন বিরোধীরা৷

সুখেন্দু শেখর রায়

This browser does not support the audio element.

বিজেপিকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের আমলে প্রথমবার এই খেলায় হারাতে পেরেছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা৷ ডয়চে ভেলেকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, ‘‘এটা প্রাকৃতিক নিয়ম৷ রাজনীতিতেও তা বলবৎ হয়৷ নদীতে ঢেউয়ের ধাক্কায় কখনো একূল ভাঙে, কখনো অন্য কূল৷ মহারাষ্ট্র.সেই সূচনাটা করে দিয়েছে৷''

বিরোধীদের তরফে সূচনাটা তো হলো৷ কিন্তু তারপর? সংখ্যাটা কি আর বাড়বে? নাকি আবার বিজেপির কাছেই গোহারা হারতে হবে বিরোধীদের? সুখেন্দু শেখর রায় যে প্রাকৃতিক নিয়মের কথা বলছেন তা মহারাষ্ট্রের আগে খুব একটা কাজ করছিল না৷ তাই ভবিষ্যতে কী ৫-১ এর ব্যবধানটা কমবে, নাকি তা আরো বাড়বে?

সুগত হাজরা

This browser does not support the audio element.

মহারাষ্ট্রে বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে এনে কংগ্রেস, এনসিপিসহ বিরোধিরা উজ্জীবিত৷ তারা এখন গোয়ায় বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে৷ বিহারে আরজেডিও নীতিশ কুমারের সঙ্গে আবার জোট করতে চাইছে৷ সেসব প্রয়াস সাফল্যের মুখ দেখবে কিনা তা বলার সময় এখনো আসেনি৷ তবে মহারাষ্ট্রে একটা অন্য বিষয়ও সামনে এসেছে, সেটা হলো, মোদী সরকার ও কর্পোরেটের একাংশের লড়াই৷ রাজনৈতিক বিশ্লেষক সুগত হাজরা ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘ভারতের কর্পোরেট সেক্টর মোদী সরকারের ওপর খুশি নয়৷ প্রধানমন্ত্রীর অনেক পদক্ষেপ তারা মেনে নিতে পারছে না৷ তারা বিজেপির বিরুদ্ধে চলে যাওয়ায় মহারাষ্ট্রে বিরোধী সরকার গঠনের পথ সুগম হয়েছে৷

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন চলছে৷ এখানে কী পরিস্থিতি দাঁড়ায় তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের৷ তবে মহারাষ্ট্রের ধাক্কাটা বিজেপিতে ভালোই লেগেছে৷ গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে বেসুরে গাইতে শুরু করে দিয়েছেন৷ অন্য নেতারাও ক্রমশ মুখ খুলছেন৷ আপাতত ছোট ধাক্কাটাই জোরে লেগেছে৷ পরে বিরোধীরা যদি স্কোর বাড়াতে পারে তখন ওই ধাক্কাটা আরো বড় হতে পারে৷

গত এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ