জটিল বিজ্ঞান ও শিল্পকলার মধ্যে মেলবন্ধন ঘটানো মোটেই সহজ নয়৷ বার্লিনের এক প্রতিষ্ঠান পাশাপাশি দু'টি কাজই করে চলেছে৷ ফলে বিজ্ঞানের অনেক জটিল তত্ত্বকে শিল্পীরা জীবন্ত করে তুলছেন৷
বিজ্ঞাপন
বার্লিনের কেন্দ্রস্থলে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পেছনেই রয়েছে ‘পল ড্রুড ইনস্টিটিউট ফর সলিড স্টেট ইলেকট্রনিক্স'৷ এখানে ভিডিও শিল্পীরা গবেষণার তথ্যগুলিকে সমৃদ্ধ রংয়ের সম্ভারে পরিণত করেছেন৷ বিজ্ঞান এখানে জীবন্ত রূপ পাচ্ছে৷
রঙিন জানালার পেছনে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে যে কাজ চলছে, বার্লিনে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যাবে না৷ প্রতিষ্ঠানের প্রধান পদার্থবিদ হেনিং রিশার্ট৷ তিনি বলেন, ‘‘এটাই হলো আমাদের সবচেয়ে বড় ও সাম্প্রতিকতম যন্ত্রগুলির একটি৷ এখানে গ্যালিয়াম নাইট্রাইট-এর স্তর সৃষ্টি হয়৷ এই উপকরণের জন্যই এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হবে৷ ১৯৯৪ সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে গ্যালিয়াম নাইট্রাইট নিয়ে কাজ চলছে৷ আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো নতুন উপাদান পরীক্ষা করে সেমিকন্ডাক্টর প্রযুক্তির জন্য নতুন প্রয়োগ খোঁজা৷ অর্থাৎ বলা যেতে পারে, আমরা ভবিষ্যতের ইলেকট্রনিক ডিভাইসের বার্তা বহন করি৷''
যারা ভেবেছিল, পরমাণু খালি চোখে দেখা যায় না, তাদের আবার নতুন করে ভাবতে হবে৷ ইলেকট্রন মাইক্রোস্কোপের দৌলতে গবেষণার মাধ্যমে সেই অসাধ্য সাধন করা গেছে৷ অতি ক্ষুদ্র জগত মানুষের নাগালে চলে এসেছে৷ কাটিয়া বার্লিন ভবিষ্যতের পৃথিবীর প্রয়োজনীয় জ্ঞান আরোহন করছেন৷ ইলেকট্রন রশ্মি বস্তু ভেদ করে তার রহস্য উন্মোচন করছে৷
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
হেনিং রিশার্ট জানান, ‘‘আমরা এক স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ ব্যবহার করি, যার মধ্যে আমরা পরমাণুর চরিত্র বদলে দিয়ে সাবস্ট্রেট-এর সুনির্দিষ্ট স্থানে বসাতে পারি৷''
আনাড়িদের মনে হতে পারে, এই মাইক্রোস্কোপ যেন কল্পবিজ্ঞান চলচ্চিত্র থেকে উঠে এসেছে৷ অদ্ভুত এই বস্তুটি দেখলে কেমন যেন ভয় লাগে৷
পদার্থবিজ্ঞানী খেসুস মার্টিনেস ব্লাংকো যন্ত্রটিকে খুব ভালো করে চেনেন৷ এটির সাহায্যে তিনি পরমাণুর চেন তৈরি করতে পারেন, তাদের চরিত্র বদলে দিতে পারেন৷ তাঁর কথায়, ‘‘প্রতিদিন আমার বন্ধুরা ল্যাব দেখতে আসে, তাদেরকে আমার কাজ দেখাতে হয়৷ অথবা কাজের গতি-প্রকৃতি বোঝাতে হয়৷ এই প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী বলে বোঝানো কঠিন৷ পরমাণু সত্যি দেখা যায়, তার চরিত্র বদলানো যায়৷ কিন্তু সবটাই অত্যন্ত ছোট জায়গায় ঘটে৷ সিস্টেম যাতে গরম না হয়ে যায়, তার জন্য সব লুকানো থাকে৷ মাইক্রোস্কোপের কাজ সম্পর্কে তো আর নতুন করে কিছুই বলার নেই৷ তাই আমাকে এটা তৈরি করতে হয়েছে৷ এটা আসলে এক থ্রিডি প্রিন্টার৷''
অর্থাৎ খেসুস-এর সত্যি এক সমস্যা হয়েছিল এবং প্রায় প্রতিবারের মতো তিনি এক সমাধানও খুঁজে বার করেছিলেন৷ নিজের কল্পনাশক্তি ও খেলার ইনস্টিংক্ট কাজে লাগিয়ে তিনি এ কাজ করেছিলেন৷
প্রযুক্তি ব্যবহারের মন্দ দিক
ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন, আইফোন ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহারের কত সুবিধাই না আমরা আজকাল ভোগ করছি৷ তবে অন্য সব কিছুর মতো এ সবেরও মন্দ দিক আছে বৈকি! গবেষকদের জানানো সেরকমই কিছু তথ্য পাবেন ছবিঘরে৷
ছবি: Cover/Getty Images
ইয়ারফোনে গান শোনা দুর্ঘটনার কারণ
প্রায়ই দেখা যায় আজকালকার তরুণরা কানে ইয়ারফোন লাগিয়েগান শুনতে শুনতে রাস্তায় চলাফেরা করছে৷ কানে ইয়ারফোন থাকায় অনেক সময় রাস্তার সতর্ক সংকেত বা গাড়ি, সাইকেলের শব্দ শুনতে পায় না তারা৷ ফলে ঘটে অ্যাক্সিডেন্ট৷ এ কথা জানান জার্মান হাসপাতালগুলোর জরুরি বা ‘এমারজেন্সি’ বিভাগের ‘ট্রমা সার্জারি’-র প্রফেসার রাইনহার্ড হফমান৷
ছবি: picture-alliance/dpa/H. Ossinger
ছবি তোলাতেই যেন বেশি আনন্দ!
যে কোনো ধরনের স্মৃতিকেই মানুষ ক্যামেরাবন্দি করে রাখতে চায়৷ বিশেষ করে, দেশ-বিদেশে ঘুরতে বা বেড়াতে গেলে তো কথাই নেই! কিন্তু ছবির প্রতি সমস্ত মনোযোগ দিতে গিয়ে পর্যটকরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, ভ্রমণ থেকে ফিরে আসার পর ছবি তোলার জায়গাগুলোর কথা আর সেভাবে মনে করতে পারেন না৷ সাইকোলজিক্যাল সায়েন্স ম্যাগাজিন থেকে এই তথ্য জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
ডিসপ্লে থেকে জীবাণু যায় শরীরে
স্মার্টফোন, ট্যাবলেট কিংবা আইফোন ছাড়া যেন আজকাল কারুর চলেই না৷ যদিও এ সবে অসংখ্য জীবাণু, ছত্রাক আর ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে৷ এই জীবাণু থেকেো কিন্তু আপনি অসুস্থ হতে পারেন৷ বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ঝুঁকি আরো বেশি৷ তাই এগুলো নিয়মিত পরিস্কার রাখা জরুরি৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
ইন্টারেনেটে বই পড়া
বই হাতে নিয়ে পড়াটা যেন আজকাল উঠেই যাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে৷ আসলে আজকাল যে ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই সব রকম তথ্য পাওয়া যায়৷ অবশ্য আরাম করে বই হাতে নিয়ে পড়ার থেকে ইন্টারনেটে পড়লে যে বেশি ক্লান্ত বোধ হয়, তা অনেকেই হয়ত স্বীকার করবেন৷ আর এ কথাটিই প্রমাণ করেছেন জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷
ছবি: AndreyPS - Fotolia.com
কফি মেশিনে জীবাণু!
আজকাল নানা ধরনের কফি মেশিন পাওয়া যায় আর খুব সহজেই নানা স্বাদের কফি তৈরি করা যায়৷ একেক মেশিনের একেকটি বোতামে টিপ দিলে ভিন্ন ভিন্ন স্বাদের কফি বেরিয়ে আসে৷ দেখলেই অবাক লাগে, তাই না? কিন্তু সেই মেশিনই নিয়মিত পরিষ্কার না রাখলে রয়েছে জীবাণুর ভয়৷ তাই সাবধান!
ছবি: Cover/Getty Images
5 ছবি1 | 5
সংগীতশিল্পী জন করিম ফারাহ বার্লিন ও টোরন্টো – দুই শহরেই থাকেন৷ তিনি ধ্রুপদ, জ্যাজ ও আরব জগতের সংগীত পরিবেশন করেন৷ ভৌগলিক ও সময়ের সীমানা তাঁর কাছে কোনো বাধা নয়৷
‘স্টেট অফ টাইম' নামের একটি উৎসবে জটিল বিজ্ঞান ও শিল্পকলার মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা চলেছে৷ উদ্যোগটি বিজ্ঞানীদের অনুপ্রেরণা জোগাবে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে৷ ক্রিস্টিয়ান রাউখ-এর নেতৃত্বে এক টিম এই ভাবনা নিয়েই কাজ শুরু করে৷ ক্রিস্টিয়ান রাউখ বলেন, ‘‘বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরতেই এই সৃজনশীল উৎসবের আইডিয়া উঠে এসেছিল৷ দারুণ এই উদ্যোগ সাংস্কৃতিক ও ব্যক্তিগত স্তরে উদ্দীপনা জোগায়৷ শিল্পও এক্ষেত্রে বড় অবদান রাখতে পারে৷''
এই যেমন, কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মধ্যে টাইম মেশিন – সেই ১৯৭০ সাল থেকে ইউনিক্স ঘড়ি সেকেন্ড গুনে চলেছে৷