1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয়ের মাসে, বিজয়ীদের কথা

১৩ ডিসেম্বর ২০২৪

গত ১২ নভেম্বর শহিদ নূর হোসেন দিবসে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে ‘জয় বাংলা' স্লোগান দিয়ে এক শ্রেণির মানুষের গণপিটুনির শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান৷

বাংলাদেশ জাতীয় স্মৃতি সৌধ
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই শুরু হয় প্রতিবছর বিজয় দিবস উদযাপন। (ফাইল ফটো)ছবি: bdnews24.com

পরে তাকে সিরাজগঞ্জের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়৷

গত ৮ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ওরফে ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা প্রকাশ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ মিয়াকে গালিগালাজ ও হেনস্তা করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টিকে ‘নিন্দনীয়' ও ‘দুঃখজনক' বলে মন্তব্য করছেন৷ কিন্তু এই ঘটনা দু'টির কোনোটিতেই ‘আক্রমণকারীদের' বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷

গত বছরের বিজয়ের মাসের সঙ্গে চলতি বিজয়ের মাসের কোনো পার্থক্য দেখেন কিনা জানতে চাইলে ‘আমরা একাত্তর'-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘পার্থক্য তো পুরোটাই৷ এটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ৷ বর্তমানে যে সরকার আছে, একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার, তারা মুক্তিযুদ্ধটাকে রিসেট বাটন টিপে ভুলিয়ে দিতে চাচ্ছে৷ কাজেই সেটার জন্য যা যা পার্থক্য থাকার তার সব পার্থক্যই আছে৷''

বিজয়ের মাসে নেয়া সরকারের যেসব কর্মসূচি নিয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘‘কর্মসূচি থাকা আর ওন (own) করার মধ্যে পার্থক্য আছে৷ মুক্তিযুদ্ধটা তো কোনো প্রোগ্রাম না৷ মুক্তিযুদ্ধ হলো ভাবাদর্শ, অস্তিত্বের প্রশ্ন৷ আপনি অস্তিত্ব স্বীকার না করে শুধু প্রোগ্রাম করলে তো আর হবে না৷''

শাহরিয়ার কবীরকে ডিভিশন দিতে আদালত নির্দেশ দিয়েছেন, কারা কর্তৃপক্ষ আদালতের নিদের্শনা মানছেন না : সাইদ আহমেদ রাজা

This browser does not support the audio element.

বর্তমান সরকারের সময়ে যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তারা কেমন আছেন? মুক্তিযোদ্ধা হিসেবে তাদের কারাগারে যেসব সুবিধা পাওয়ার কথা তারা কি তা পাচ্ছেন? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ রাজা এ প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পদকপ্রাপ্ত হওয়ার কারণে শাহরিয়ার কবীরকে ডিভিশন দিতে আদালত দুইবার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু কারা কর্তৃপক্ষ আদালতের নিদের্শনা মানছেন না৷ তাকে একটি ফ্লোরে অন্য কয়েদিদের সঙ্গে থাকতে হচ্ছে৷ পাশাপাশি তার কিডনির সমস্যা রয়েছে৷ তিনদিন আগে আমরা জানলাম তার তার প্রশ্রাব দিয়ে রক্ত বের হচ্ছে৷ আদালত তার সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন৷ কিন্তু সেটাও হচ্ছে না৷ সর্বশেষ তাকে গাজীপুর জেনারেল হাসপাতালে নিয়ে সারাদিন বসিয়ে রাখা হয়েছিল৷ সেখান থেকে কী রিপোর্ট পাওয়া গেছে সেটাও আমরা চেয়েছিলাম৷ কিন্তু দেওয়া হয়নি৷ ফলে তার চিকিৎসা যে সঠিকভাবে হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে৷''

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হয়েছেন৷ শিক্ষার্থী পরিচয় দিয়ে কিছু মানুষ হাসপাতালে তাকে লাঞ্ছিত করেন৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার' অভিযোগে উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি বর্তমানে কারাগারে আছেন৷ শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী৷ একটি মামলায় তাকে হাইকোর্ট জামিন দিলেও পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ৷ ফলে সহসাই তার মুক্তি পাওয়ার সম্ভাবনা কম৷ 

আইনজীবী সাইদ আহমেদ রাজা ডয়চে ভেলেকে বলেন, ‘‘শমী কায়সারকে কারাগারে একটি সাধারণ সেলে অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়েছে৷ সেখানে নানা ধরনের অপরাধে যুক্ত অপরাধীরাও আছে৷ কোনো ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না৷ শুধু এই দুইজন নয়, অন্তত ৬০ জন বন্দি গত দুই তিন মাসে গ্রেপ্তার হয়েছেন, যাদের ডিভিশন পাওয়ার কথা আইন অনুযায়ী৷ অথচ কাউকেই এসব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না৷

একাত্তরের এপ্রিলে প্রতিরোধের কথা শোনাচ্ছেন এক মুক্তিযোদ্ধা

07:37

This browser does not support the video element.

বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে ‘জয় বাংলা' স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ৷ ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে বন্দি আছেন৷ আব্দুর রহমানের স্ত্রী আইনজীবী জেবুন্নেছা জেবা রহমান বলেন, ‘‘আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে৷ এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে জড়িতদের বিচার দাবি করছি৷ পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার মুক্তি দাবি করছি৷ বয়স্ক মানুষ, নানা ধরনের রোগ-ব্যাধিতে আক্রান্ত, ফলে তার সুচিকিৎসাও প্রয়োজন৷''

বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ডয়চে ভেলেকে বলেন, ‘‘মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের আপামর সব শ্রেণির মানুষ' আমরা কি সবাইকে সম্মান দিতে পেরেছি, পারিনি৷ এখনও পারছি না৷ তাই বিজয়ের মাসে আমার চাওয়া, মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়া হোক, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হোক৷ মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে আমরা কেউই নিজেদের সম্মানিত করতে পারবো না৷''

 

ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে অন্তত ৯ জন মুক্তিযোদ্ধা এই মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি৷ বর্তমান সময়কে মুক্তিযোদ্ধাদের জন্য এক ধরনের বিরূপ পরিস্থিতি বলেই মনে করছেন একজন বীর মুক্তিযোদ্ধা৷ নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্বাধীনতার পর আশির দশকের শুরুতে যখন এরশাদ দায়িত্ব নিয়েছিলেন, তখন নিজেকে খুব অসহায় মনে হতো৷ এরশাদ বেছে বেছে মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠিয়েছেন৷ অনেকের বরাদ্দ পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করেছিলেন৷ আর এত বছর পর ২০২৪ সালে এসে জীবনের শেষ প্রান্তে অসহায় বোধ করছি৷ নিজের মুক্তিযোদ্ধা পরিচয়টি লুকিয়ে রাখতে এখন পছন্দ করছি৷'' কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘এই অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধটাকে যে ওন করছে, তার তো কোনো লক্ষণ দেখছি না৷ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম দু'টি ভাষণে মুক্তিযুদ্ধের কথা কিছুই বলেননি৷ যদিও পরের ভাষণগুলোতে বলেছেন৷ এখন কোনো সরকারি দপ্তরে গেলে, এমনকি হাসপাতালে গেলেও মুক্তিযোদ্ধা পরিচয় দেই না৷''

অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধটাকে রিসেট বাটন টিপে এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে: মাহবুব জামান

This browser does not support the audio element.

বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আমিন উল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আজকে মুক্তিযোদ্ধাদের এই অবস্থার জন্য বিগত সরকারগুলোর নেওয়া পদক্ষেপই দায়ী৷ নানা সময় নানা ধরনের তালিকা করে মুক্তিযোদ্ধাদের একটা বিতর্কের মধ্যে ফেলা হয়েছে৷ আমি মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সত্যিকারের মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করেন, তাহলেই মুক্তিযোদ্ধাদের আর মুখ লুকিয়ে থাকতে হবে না৷ এই জন্য সরকারের প্রতি আমি একটি কমিশন গঠনের দাবি জানাই৷ সত্যিকারে যাদের অবদান ছিল, তাদের একটা তালিকা খুবই প্রয়োজন৷''

এবার কুচকাওয়াজ বন্ধ, সারা দেশে বিজয় মেলা

এবার বিজয় দিবসকে উৎসবমুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম৷ তিনি বলেন, ‘‘বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য দিন৷ ৯ মাস যুদ্ধ করে জাতি এই বিজয় অর্জন করেছে৷ সারা দেশের মানুষ যুদ্ধে সম্পৃক্ত ছিল৷ একসময় গ্রামে ও সারা দেশেই এই বিজয় উৎসব হতো৷ ধীরে ধীরে এই উৎসব নিষ্ক্রিয় ছিল৷ এবার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে৷''

উপদেষ্টা বলেন, ‘‘আগে যে প্রচলিত কুচকাওয়াজ হতো, এতে জনগণের সম্পৃক্ততা থাকতো না, সেখানে স্কাউট ও সেচ্ছাসেবকরা থাকতো৷ তার সঙ্গে অন্যান্য বাহিনী থাকতো৷ জাতীয় প্যারেড স্কয়ারে এবার কুচকাওয়াজ হচ্ছে না৷ কারণ, সেনাবাহিনী এখন সারাদেশে ব্যস্ত৷ এটার জন্য একটা প্রস্তুতির বিষয় আছে৷ তাই এবার প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ হচ্ছে না৷ এটার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন৷ এই অনুষ্ঠানে সরাসরি জনগণের সম্পৃক্ততা ছিল না৷ এবার শিশু, নারী, পুরুষ সব শ্রেণির জনগণকে সম্পৃক্ত করা হবে৷''

তিনি আরো বলেন, ‘‘প্রতিটি জেলা ও উপজেলায় প্রোগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে৷ তেমনি ঢাকায় এখানকার জেলা প্রশাসন করবে৷ দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন৷ ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন৷ সেখানে অনুষ্ঠান আছে৷ তারপর রায়ের বাজার যাবেন এবং আলোচনা সভার আয়োজন করা হবে৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ