1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবসের অনুপ্রেরণায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ

১৬ ডিসেম্বর ২০১১

শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ৷ বৃহস্পতিবার অনেক নাটকের পর রাতে ১৪ জনের দল ঘোষণা করা হয়৷ সেখানে আশরাফুলের জায়গা হয়নি৷ চট্টগ্রাম টেস্টে ভাল না করায় তাকে বাদ দেয়া হয়েছে বলে খবর৷

আশরাফুলছবি: AP

তবে যেভাবে তাঁকে প্রিমিয়ার ক্রিকেট থেকে হঠাৎ করে চট্টগ্রাম টেস্টে ডেকে নেয়া হয়েছিল এবং এখন আবার তাঁকে ছুঁড়ে ফেলা হলো সেটা ঠিক হয়নি বলে মনে করছেন অনেকে৷ এদের মধ্যে একজন হলেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী৷ তিনি বলছেন, আশরাফুল প্রিমিয়ারে ভাল খেলছিলেন৷ কিন্তু মাত্র এক টেস্টে খারাপ খেলায় আবার তাঁকে বাদ দিয়ে দেয়াটা ঠিক হয়নি৷ একজন খেলোয়াড়কে যাচাই করার জন্য একট ম্যাচ যথেষ্ট নয় বলে জানান তিনি৷ এজন্য সেকান্দার মনে করেন, বাংলাদেশের নির্বাচকরাই একজন খেলোয়াড়কে খারাপ পারফরম্যান্স করতে বাধ্য করছে৷

ছবি: DW

দ্বিতীয় টেস্টে কেমন করতে পারে বাংলাদেশ? এ ব্যাপারে সেকান্দার বলেন, ‘‘আজ একটি বিশেষ দিন৷ এই দিনে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ খেলোয়াড়রা বলছেন, এই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে তারা খেলবেন৷ এছাড়া বাংলাদেশের এখন আর হারাবার কিছু নেই৷ তাই নির্ভয়ে খেলবেন তারা৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ