1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবসে দেশ বিদেশের প্রতিক্রিয়া

১৬ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের বিজয়ের ৪৩তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি৷ দিনটি উপলক্ষ্যে দেশি বিদেশি মানুষের শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে৷

Bangladesch Nationalfeiertag 2013
ছবি: DW/M. Mamun

৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্রের৷

বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার ৪৪তম বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷

কাজী সামির সালমান টুইটারে যা লিখেছেন,

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের সম্পাদক স্মিতা প্রকাশ বিবিসি-র একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, এই প্রতিবেদনে কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলানো হয়েছে৷

স্মিতা প্রকাশ বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিনীর একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন টুইটারে৷

বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রথম প্রহরের একটি ছবি পোস্ট করেছেন৷

প্রিয়ম ডেইলি স্টারের একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছেন৷

বিজয় কুমার সিং লিখেছেন, আজ বিজয় দিবস, বাংলাদেশের মুক্তির দিন৷ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি৷

দিবসটি উপলক্ষ্যে ডেইলি স্টার ও গ্রামীণ ফোন ফ্রিডম ইন দ্য এয়ার নামে অনলাইন আর্কাইভ প্রকাশ করেছে৷

সর্দার এম আলী রনি বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের খবরটি শেয়ার করেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ