1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবসে সাকিবদের জার্সিতে লাল-সবুজ পতাকা

১৬ ডিসেম্বর ২০২২

এই নিয়ে বিজয় দিবসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ জাতীয় দল৷ চট্টগ্রামে অনুষ্ঠানরত ম্যাচে ক্রিকেটারদের জার্সির ডানপাশে জ্বলজ্বল করছে লাল-সবুজ পতাকা, যার নীচে লেখা '৫১তম বিজয় দিবস৷'

এই নিয়ে বিজয় দিবসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ জাতীয় দল৷ চট্টগ্রামে অনুষ্ঠানরত ম্যাচে ক্রিকেটারদের জার্সির ডানপাশে জ্বলজ্বল করছে লাল-সবুজ পতাকা, যার নীচে লেখা '৫১তম বিজয় দিবস৷'
বিজয়ের ৫১ বছর উপলক্ষ্যে জাতীয় পতাকা সম্বলিত বিশেষ জার্সি গায়ে মাঠে নামেন বাংলাদেশের খেলোয়াড়রাছবি: Munir uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশের জার্সিতে বুকের ডান পাশে সাধারণত থাকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো৷ তবে বিজয় দিবসের খেলায় ক্রিকেটারটা মাঠে নামলেন একটু অন্যরকম জার্সিতে৷

সারা দেশের মতো বিজয় দিবস উদযাপনে জাতীয় ক্রিকেট দলও শামিল হয়েছে৷ মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ৫১ বছর উপলক্ষ্যে জাতীয় পতাকা সম্বলিত বিশেষ জার্সি গায়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, লিটন দাসরা৷ 

ম্যাচের বাকি দুই দিন আগের জার্সিতেই ফিরে যাবে বাংলাদেশ৷ বিজয় দিবসে ম্যাচ চলছে বলে আর তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি৷ রাতে টিম হোটেলে অবশ্য দুই দলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে৷ 

এবারের আগে কেবল একবারই বিজয় দিবসে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে ছিল বাংলাদেশ জাতীয় দল৷ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর৷

সেদিন আগে ব্যাট করে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ৷ জবাবে ১ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা৷  

২০ বছর পর চট্টগ্রামের আরেক মাঠে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল৷ দিনের শুরুতে আগের দিনের সঙ্গে স্রেফ ১৭ রানে ২ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা। ভারত পেয়েছে ২৫৪ রানের লিড৷ 

চট্টগ্রামে আর আয়োজন না থাকলেও ঢাকায় নিয়মিত আয়োজন চিলছে৷ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়েছে বিজয় দিবস প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ৷ জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে ভাগ হয়ে খেলছেন ম্যাচটি৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ