1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিটলস? তারা আবার কে?

২৪ নভেম্বর ২০১২

ভাবতে পারেন, বিটলসরা তাদের ডেমো টেপ পাঠাচ্ছে একটি রেকর্ডের কোম্পানিতে, আর সেই কোম্পানির ম্যানেজার অবজ্ঞায় সেটা বাতিল করছেন? শুধুমাত্র সেই টেপ এখন নিলাম হচ্ছে হাজার ত্রিশেক ইউরোয়৷

19th May 1967: The Beatles celebrate the completion of their new album, 'Sgt Pepper's Lonely Hearts Club Band', at a press conference held at the west London home of their manager Brian Epstein. The LP is released on June 1st. (Photo by John Pratt/Keystone/Getty Images)
ছবি: Getty Images

শোনা যায়, জে কে রোলিংস'এর হ্যারি পটার উপন্যাসটি নাকি প্রথমে অন্তত পাঁচটি প্রকাশনীর সম্পাদকদের হাত ঘুরে এসেছিল, কিন্তু অনুমোদিত হয়নি৷ বিটলসদের ডেমো টেপটাও অনেকটা সেইরকম ব্যাপার৷

বিটলস বলতে তখন পল ম্যাককার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন এবং পিটার বেস্ট - রিঙ্গো স্টার পরে যোগ দেন৷ ১৯৬২ সালের নিউ ইয়ার্স ডে'তে লন্ডনে ডেক্কা রেকর্ড কোম্পানির স্টুডিও'য় প্রায় গোটা পনেরো গান রেকর্ড করেন এই চারজন৷ তার মধ্যে ১০টি গান বেছে নিয়ে তৈরী হয় ঐ ডেমো টেপ৷

তার আগের রাত্রে গাড়িতে করে লিভারপুল থেকে লন্ডন গিয়েছিলেন আদি বিটলরা - তখন আবার তাদের নাম ছিল ‘সিলভার বিটলস' - পথে আবার নাকি পথও হারিয়েছিলেন৷ তবুও সময়মতো ডেক্কার স্টুডিও'য় পৌঁছন ম্যানেজার ব্রায়ান এপস্টাইন'কে সঙ্গে করে৷ কপাল মন্দ: ডেক্কা'র এ অ্যান্ড আর, অর্থাৎ আর্টিস্টস অ্যান্ড রিপার্টোয়ার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ডিক রো বিটলদের না নিয়ে ব্রায়ান পুল অ্যান্ড দ্য ট্রেমোলোস নামধারী একটি ব্যান্ডকে নেন এবং তাদের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেন৷

ছবি: dapd

পরে অবশ্য ইন্ডাস্ট্রিতে ডিক রো'র নাম হয়, ‘যিনি বিটলসদের বাতিল করেছেন', সেই ম্যানেজার হিসেবে৷ রো নাকি এপস্টাইন'কে বলেছিলেন, ‘‘গিটার বাজানো গ্রুপগুলোর দিন শেষ হতে চলেছে, মিস্টার এপস্টাইন৷'' তবে রো অন্য একটি ক্ষেত্রে সে ভুল করেননি৷ তিনি রোলিং স্টোন্স গোষ্ঠীকে ঠিকই ডেক্কার তাঁবে নিয়েছিলেন৷

এবার লন্ডনের দ্য ফেম ব্যুরো নামের একটি নিলাম সংস্থা বিটলসদের সেই সুবিখ্যাত, প্রত্যাখ্যাত টেপটি নিলাম করছে৷ নিলাম হবে আগামী ২৭শে নভেম্বর৷ দাম হয়তো যে ত্রিশ হাজার ইউরো ধরা হয়েছে, তার চেয়ে অনেক বেশি উঠতে পারত৷ কিন্তু যেহেতু গানগুলির কপিরাইট সব বিটলদের, কাজেই ঐ টেপ সিডি করে বাজারে ছাড়ার কোনো উপায় নেই৷ নয়তো কোটিপতি হবার সহজ পন্থা হতে পারত সেটা৷

এসি / এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ