1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামহোয়্যারইন ব্লগ সমস্যায়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ মে ২০১৬

বাংলাদেশের আলোচিত ব্লগ সাইট সামহোয়্যার ইন ব্লগ-এ গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে ব্লগাদের কেউ কেউ পোস্ট দিতে পারছেন না৷ এই মুহূর্তে ব্লগটির পোস্ট কমে গেছে, কমেছে পাঠকও৷

Screenshot von der Website somewhereinblog
ছবি: somewhereinblog.net

ব্লগটির সহ প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা জানতে পেরেছি যে বিটিআরসি-র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) নির্দেশের কারণে কয়েকটি আইএসপি এবং আইআইজে থেকে আমাদের ব্লগে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে৷ কিন্তু বিটিআরসি এখনো আমাদের ‘অফিসিয়ালি' কিছু জানায়নি৷''

অন্যদিকে বিটিআরসি ডয়চে ভেলেকে জানায়, ‘‘আদালতের নির্দেশেই কিছু ইউআরএল ‘ব্লক' করা হয়েছে৷ তবে পুরো সাইটটি কোনোভাবেই ব্লক করা হয়নি৷''

সৈয়দা গুলশান ফেরদৌস জানার কথায়, ‘‘আমরা যোগাযোগ করলে বিটিআরসি আমাদের টেলিফোনে বলে যে, কিছু লেখা বন্ধ করার জন্য হাইকোর্টের নির্দেশনা আাছে৷ সেই নির্দেশনা ঠিক কী নিয়ে, তা আমরা জানতে চেয়েছি৷ কিন্তু আমাদের সেটা জানানো হয়নি৷ এছাড়া হাইকোর্টে যোগাযোগ করেও এমন কোনো নির্দেশনার অস্তিত্ব খুঁজে পাইনি আমরা৷''

তিনি বলেন, ‘‘আমাদের এখনো বিটিআরসি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি৷ কোনো চিঠিও দেয়নি৷ আমার কথা হলো, আমাদের নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা স্বচ্ছতার সঙ্গে করা হোক৷ আমাদের ব্লগে এমন কিছু করা হয়নি বা লেখা হয়নি, যা দেশের সংবিধান বা আইনবিরুদ্ধ৷''

সৈয়দা গুলশান ফেরদৌস জানা

This browser does not support the audio element.

ব্লগটিতে স্বাভাবিক অবস্থায় দিনে চার'শর মতো ব্লগ পোস্ট পড়তো৷ সেখানে আজকাল সর্বোচ্চ আড়াইশ' পোস্ট হয়৷ তার সঙ্গে সঙ্গে পাঠকও কমে গেছে৷ প্রতিদিন ৬০ হাজার পাঠকের এই সাইটে এখন পাঠক পাওয়া যায় মাত্র ৪৫ হাজারের মতো৷ প্রসঙ্গত, সামহোয়্যার ইন ব্লগে নিবন্ধিত ব্লগারের সংখ্যা অন্তত দুই লাখ৷

সামহোয়্যার ইন ব্লগ-এর হোম পেজে সর্বশেষ নোটিশ-এ বলা হয়, ‘গত ৪ঠা মে যাবৎ বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগারদের অসুবিধা প্রসঙ্গে গত কয়েকদিন ধরে বিটিআরসি-র সাথে ই-মেল এবং টেলিফোনে আন্তরিকভাবে যোগাযোগ করি৷ বিটিআরসি থেকে তৌসিফ শাহরিয়ার আমাদের ফোন করে জানান যে, উচ্চ আদালত কয়েকটি নির্দিষ্ট পোস্টের ইউআরএল ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিল এবং বিটিআরসি এই ইউআরএলগুলোই শুধুমাত্র ব্লক করতে নির্দেশ দিয়ে আইআইজে-কে একটি চিঠি দিয়েছে৷'

নোটিসে আরো বলা হয়, ‘উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি একদিকে আমরা যেমন সম্মানের সাথেই মানবো, তেমনি সেই আদেশটি সর্বসাধারণের জন্যে উন্মুক্ত ও সবার জানার অধিকারও আছে৷ তাই আমরা সেই আদালতের নির্দেশনার একটি কপি পেতে এবং নির্দিষ্ট ইউআরএল-গুলো সম্পর্কে আমাদের জানাতে অনুরোধ করলে তৌসিফ শাহরিয়ার বলেন, তাঁরা আমাদের উচ্চ আদালতের নির্দেশ কপি এবং আইআইজে-কে তাঁদের পাঠানো চিঠির কপি দিতে পারেন না এবং এ বিষয়ে সহযোগিতা নিতে তিনি আইন বিশেষজ্ঞের সাহায্য নিতে পরামর্শ দেন৷'

‘ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করি এবং জানতে পারি যদি উচ্চ আদালত বিটিআরসি-কে এমন কোনো নির্দেশ দিয়ে থাকে, তবে তারা অবশ্যই একটি নির্দিষ্ট ধারায় এবং নির্দিষ্ট রিটের পরিপ্রেক্ষিতেই দিয়েছে৷ আর এই নির্দেশনা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ সহ ২,০০,০০০ ব্লগার এবং সর্বসাধারণের জানার পূর্ণ অধিকার রয়েছে৷'

সারোয়ার আলম

This browser does not support the audio element.

তৈৗসিফ শাহরিয়ার বৃহস্পতিবার বিটিআরসি-র সঙ্গে একটি বৈঠকের কথা বললেও পরে টেলিফোনে সেই বৈঠক বাতিল করেন বলে নোটিশে জানানো হয়৷

এ নিয়ে ডয়চে ভেলে কথা বলে বিটিআরসি-র সচিব এবং মুখপাত্র সরওয়ার আলমের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশে কিছু ইউআরএল বন্ধ করতে বলা হয়েছে৷ তবে কোনোভাবেই পুরো সাইটটিকে ব্লক করার কোনো আদেশ দেয়া হয়নি৷ তাছাড়া যেসব পোস্ট ব্লক করতে বলা হয়েছে, সেগুলো ‘সেনসেটিভ'৷ তবে আইআইজে বা আইসপি সেটা করতে গিয়ে অদক্ষতার পরিচয় দিয়ে থাকতে পারেন৷ সে কারণে হয়ত কিছু জটিলতা হতে পারে৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা কাজ করি আদালত বা আইন-শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী৷ তাই আদালত কোন কোন ইউআরএল ব্লক করতে বলেছে, সেটা সম্ভবত আমাদের পক্ষে জানানো সম্ভব হবে না৷''

উল্লেখ্য, ১০ বছর আগে প্রতিষ্ঠিত এই ব্লগ সাইটটিকে বাংলাদেশে ব্লগিং-এর ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ