1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিটিসিএল-কে শিক্ষা দিতে ডটবিডি হ্যাক

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের কান্ট্রি ডোমেইন ডট বিডি -এর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজে বিটিসিএল দক্ষ নয় এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও দক্ষ লোক নেই৷  মনে করেন সাইবার বিশেষজ্ঞরা৷ প্রথম দিনেই ডোমেইন হ্যাক হওয়ায় এই প্রশ্ন৷

Symbolbild Computer Hacker
ছবি: Reuters/Dado Ruvic

হ্যাক হওয়া চারটি ডোমেইন হলো- রবি ডটকম ডটবিডি, গুগল ডটকম ডটবিডি, বাংলালিঙ্ক ডটকম ডটবিডি এবং ইত্তেফাক ডটকম ডটবিডি৷ ৩১শে ডিসেম্বর এগুলো হ্যাক করে হ্যাকার সাইজার রহমান আকাশ তার ফেসবুক পেজে রিডাইরেক্ট করে দেন৷ আর সেখানে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘‘বিটিসিএল-এর নিরাপত্তা/ত্রুটি নিয়ে আর কত বার বলবো? গত ২৩ সেপ্টেম্বর, মন চাইলো সব ডাউন করে দিয়ে দেই, কিন্তু অবস্থা বেগতিক চিন্তা করে বিটিসিএলে ফোন লাগাই, কয়েক দফা চিল্লা-পাল্লা করে সাময়িক সমাধান৷ কিন্তু নাহ, উনাদের নিরাপত্তা নিয়ে সেম উদাসীন ভাব৷ ফলাফল গত ২০ ডিসেম্বর পাকিস্তানি হ্যাকার হ্যাক করে বসলো৷ মনে মনে ভাবি, দেশের মধ্যেই যখন নিরাপত্তা নিয়ে উদাসীনতা, তখন যদি বাইরে থেকে আক্রমন করে লজ্জা দেয় তাহলে দোষ কার? দোষ যাদের বিটিসিএলের নিরাপত্তা/ত্রুটি নিয়ে অবহেলা করছে৷

এবার মাননীয় প্রধানমন্ত্রী ডট বাংলা ডোমেইন চালু করেছেন৷ দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তখন কতিপয় লোকের অবহেলার কারণে দেশের সাইবার নিরাপত্তার দেওয়াল খসে পড়ছে৷''

মীর মোরশেদ

This browser does not support the audio element.

তারপর তিনি লিখেছেন, ‘‘এবার আসি, আজকের ওয়েবসাইট হ্যাক নিয়ে৷ মূলত, এটি কোনো হ্যাক নয়, আমিও হ্যাকার নই৷ চিন্তা করুন, বাংলাদেশের সকল সরকারি, শিক্ষা, মন্ত্রনালয়, স্কুল, কলেজ, অপারেটর, কোম্পানি, এছাড়া গুগল, পত্রিকা, ই-কমার্সগুলি বন্ধ হয়ে গেলে কী হবে! জাস্ট বিটিসিএলের ত্রুটির জন্য৷ তবুও কেন জানি উদাসীনতার ফলে কোনো নিরাপত্তাজনিত চিন্তা-ভাবনা তাদের মাথায় কাজ করে না, এমনকি কয়েক দফা ফোন করে দিলেও না! পাকিস্তানি হ্যাকার লজ্জা দিয়ে যায়, তবুও শিক্ষা হয় না৷ কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়৷ তাই বছরের শেষ দিনে ( ৩১ ডিসেম্বর) এ কাজ করতে বাধ্য হচ্ছি, আর কতই বা ফোন দেবো!''

‘‘১. গুগল, ২. রবি, ৩.বাংলালিংক, ৪.ইত্তেফাক শীর্ষক সাইটগুলি জাস্ট উদাহরণ হিসেবে ডাউন এবং রিডাইরেক্ট করে দেওয়া হলো আমার প্রোফাইলে৷এভাবে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া সম্ভব৷ লত ওয়েবসাইট হ্যাক নয় বিটিসিএলের ত্রুটি জাস্ট৷ দুঃখিত, সাময়িক অসুবিধার জন্য৷আশা করি,দায়িত্বে থাকা ডেভলপার দ্রুতই রিকভার করে নিবেন৷বিটিসিএলকে ধরুন, তাদের শিক্ষা হওয়া উচিত৷ আমি চাই না দেশের সাইবার নিরাপত্তা অবস্থা দুর্বল হোক আর যে কেউ এসে দেশের ক্ষতি করে চলে যাক৷আবারো বলি, এটি কোনো হ্যাক নয়, আমিও কোনো হ্যাকার নই৷''

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উদ্দেশ্যে তার আহ্বান, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী তারানা হালিম ও জুনায়েদ আহমেদ পলক ভাইকে অনুরোধ করবো আগে নিরাপত্তা নিশ্চিত করুন, তবেই আমরা ডিজিটাল বাংলাদেশে গড়তে পারবো৷''

সুমন আহমেদ সাবির

This browser does not support the audio element.

এ বিষয়ে বিটিসিএল-এর পরিচালক মীর মোহাম্মদ মোরশেদের কাছে জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা কান্ট্রি ডোমেইন নতুন চালু করেছি৷ ফলে এর ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকতেই পারে৷ তবে হ্যাক হওয়া চারটি ডোমেইনই পুনরুদ্ধার করা হয়েছে৷ আমরা আশা করি ভবিষ্যতে আর কোনো সমস্যা হবেনা৷ এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷''

তিনি আরো জানান, ‘‘এই ডোমেইনটি ডটবাংলার সঙ্গে মার্চ করে দেয়া হবে৷ তাহলে আর কোনো সমস্যা থাকবেনা৷''

ইন্টারনেট নিরাপত্তা দানকারী প্রতিষ্ঠান ‘সাইবার অ্যাট হোম'-এর প্রধান এবং তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা এক ধরণের উদাসীনতা৷ আমার মনে হয়, বিটিসিএল কান্ট্রি ডোমেইন ডটবিডিকে কতটা গুরুত্ব দিচ্ছে তার ওপর অনেক কিছু নির্ভর করছে৷''

তিনি বলেন, ‘‘এই ডোমেইনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার যেমন নেই, তেমনি দক্ষ লোকও নেই বিটিসিএল-এর৷ আমরা আশা করি, এটার দিকে গুরুত্ব দেবেন তারা৷''

সুমন আহমেদ সাবির জানান, ‘‘গত বছরে আরো একবার এই ডোমেইন হ্যাকিংয়ের শিকার হয়েছিল৷ তখন আমরা বিটিসিএলকে সহায়তা করেছি৷ এবারও সহায়তা চেয়েছে৷ আমরা সহয়াতা দেবো৷ তবে বিসিএলকেও সক্ষমতা অর্জন করতে হবে৷''

প্রঙ্গত, বাংলাদেশের কান্ট্রি ডোমেইন ডট বিডি উদ্বোধন করা হয় ৩১ সিসেম্বর৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডোমেইনের উদ্বোধন করেন৷ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকম্যুনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এই কান্ট্রি ডোমেইন-এর মালিক৷ এর গ্রাহক সংখ্যা ৩৬ হাজার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ