1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহ

৪ জুলাই ২০১২

বিডিআর বিদ্রোহের ঘটনায় ‘পক্ষপাতদুষ্ট গণবিচার’ বন্ধের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷ ঢাকায় এক সংবাদ সম্মেলেনে সংগঠনের এশিয়া বিভাগের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস এই দাবি জানান৷

ছবি: DW

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন৷ তার বিচার চলছে এখন বিশেষ আদালতে৷ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচ'এর এশিয়া বিভাগের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস এই বিচার বন্ধের দাবি জানান৷ তিনি একে পক্ষপাতদুষ্ট গণবিচার বলে দাবি করেন৷ তাঁর মতে, প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দষ্ট অভিযোগ ছাড়া এই গণবিচার চলতে পারেনা৷

ব্র্যাড অ্যাডামস বলেন, সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে৷ এজন্য তারা সচেতন রয়েছেন৷ কিন্তু বিডিআর বিদ্রোহের পরে যারা নিহত হয়েছে, সে ব্যাপারেও কোনো ক্ষমা থাকতে পারেনা৷ সরকার কোনোভাবেই নিরাপত্তা বাহিনীকে নির্যাতনের সুযোগ দিতে পারেনা৷ আর প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দষ্টভাবে অভিযোগ না এনে এভাবে গণবিচার চলতে পারেনা৷

হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি তদন্ত দল বিডিআর বিদ্রোহ পরবর্তী ঘটনা তদন্ত করে ৫৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ আর এই প্রকাশনার নাম দেয়া হয়েছে ‘দ্য ফিয়ার নেভার লিভস মি'৷ গবেষণায় বলা হয়েছে বিডিআর বিদ্রোহের পর ৪৭ জন রাষ্ট্রীয় হেফাজতে মারা গেছেন৷ অনেকের ওপর করা হয়েছে নানা ধরনের নির্যাতনও৷ এছাড়া, ৮৪৭ জন লোককে একটি মাত্র মামলায় আসামি করে শুনানি চলছে৷

তদন্ত দলের প্রধান তেজশ্রী থাপা বলেন, বিডিআর বিদ্রোর পরবর্তী ৬ থেকে ৯ মাসের মধ্যে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে৷ তাদের ইলেকট্রিক শক দেয়া হয়েছে৷ চালানো হয়েছে নানা ধরনের শারীরিক নির্যাতন৷ অনেকের আঙুল এবং আঙুলের ডগা নেয়া হয়েছে ছিঁড়ে৷

রিপোর্টে আরো বলা হয়েছে যে, বিডিআর বিদ্রোহের পর ৪,০০০ জওয়ানকে গ্রেফতার করা হয়৷ এর মধ্যে এখনো ২,০০০ জন বিচারের অপেক্ষায় আছে৷ আর আটশ'রও বেশি জওয়ানকে হত্যা মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ