1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহ

২৫ ফেব্রুয়ারি ২০১২

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের আত্মীয়-স্বজনরা৷ তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এই সরকারের আমলেই সেনা কর্মকর্তা হত্যার বিচার শেষ হবে৷

The president, ministers, chiefs of the three armed services and Bangladesh Rifles paid homage to the army officers killed during the Pilkhana mutiny, on Thursday, the first anniversary of the bloody incident. A munajaat, or special prayer, was arranged to seek salvation of the departed souls. Imam of central army mosque Moulana Mahamudul Haq conducted the prayer. Family members of mutiny victims were present there. The mutineers killed over 70 people at Pilkhana during the bloody events of Feb 25-26 last year, 58 of them army officers deputed to the border force.
ছবি: DW

বিডিআর বিদ্রোহের তিন বছর পূর্তিতে শনিবার ঐ ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের আত্মীয়-স্বজন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর পক্ষেও শ্রদ্ধা জানান হয়৷ নিহতদের আত্মীয়-স্বজনরা এসময় হত্যাকাণ্ডের বিচারে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন৷

তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, এই সরকারের সময়েই সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের বিচার হবে৷ তিনি জানান, এরমধ্যেই বিদ্রোহের মামলার বিচার প্রায় শেষ৷ আর হত্যা মামলার বিচার চলছে৷

এদিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সেনা কর্মকর্তা হত্যার বিচার নিয়ে রাজনীতি করছে৷ ফলে এর বিচারকাজ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে৷

নিহতদের স্মরণে দোয়াছবি: DW

আর মহাজোট সরকারের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল এখনো তা চিহ্নিত করা যায়নি৷

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দফতরে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন৷ এই ঘটনায় বিদ্রোহের অভিযোগে বিডিআর আইনে ৭৭টি মামলার ৫১টির বিচার শেষ হয়েছে৷ বিচারে মোট ৩,০৩৬ জন বিডিআর সদস্যকে ৪ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ আর সেনা কর্মকর্তা হত্যা মামলায় ৮৪৭ জন আসামির বিরুদ্ধে বিশেষ আদালতে বিচার চলছে গত এক বছর ধরে৷ এই এক বছরে ৪৭৫ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে৷ আর বিডিআর বিদ্রোহের পর বিডিআর'এর নাম ও পোশাক বদল করা হয়েছে৷ বিডিআর এখন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেবি নামে পরিচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ