1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহ মামলায় ১৮২ জনের কারাদণ্ড

১২ সেপ্টেম্বর ২০১১

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ঢাকার সিগন্যাল ইউনিটের ১৮২ জনকে ৪ মাস থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ ৫ জন খালাস পেয়েছেন৷ যারা খালাস পেয়েছেন তারা অবিলম্বে চাকরিতে যোগ দিতে পারবেন৷

ছবি: DW

ঢাকায় বিডিআর বিদ্রোহ মামলায় সিগন্যাল ইউনেটের ১৮৭জন সদস্যকে আসামি করা হয়৷ বিচারকাজ পরিচালনা করেন বিজেবি'র উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ খান৷ ৩৩ কার্যদিবস শুনানির পর আজ রায় দেয়া হয়৷ রায়ে ২০ জনকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড দেয়া হয়৷ ৫ জনকে সর্বনিম্ন ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে৷ বাকিরা বিভিন্ন মেয়াদে করাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ দনণ্ডপ্রাপ্ত সবাইকে ১শ' টাকা করে জরিমানা করা হয়েছে৷ আর খালাস পেয়েছেন ৫ জন৷ প্রসিকিউটর মেজর মো. আহসান হাবীব জানান, বিচারে বিডিআর সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানকে বিবেচনায় নেয়া হয়েছে৷

সিগন্যাল ইউনিটের সদস্যরা বিডিআর বিদ্রোহের সময় মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করেন৷ তারা বিদ্রোহের ষড়যন্ত্রের খবর আগে পেলেও কর্তৃপক্ষকে সে খবর জানায়নি৷

প্রসিকিউটর মেজর মো. আহসান হাবীব জানান, যে ৫ জনকে খালাস দেয়া হয়েছে তাদের মধ্যে আদালতে দোষ স্বীকারকারী ২ জন বিডিআর সদস্য রয়েছেন৷

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন৷ ওই ঘটনায় বিদ্রোহের বিচারের জন্য বিডিআর আইনে সারা দেশে মোট ১১টি বিশেষ আদালত গঠন করা হয়৷ এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি আদালত৷ এই ৫টি আদালতে ১১টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের বিচার শেষ হল৷ হত্যা মামলার বিচার চলছে প্রচলিত আদালতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ