1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহ মামলায় ১৮২ জনের কারাদণ্ড

১২ সেপ্টেম্বর ২০১১

পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ঢাকার সিগন্যাল ইউনিটের ১৮২ জনকে ৪ মাস থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ ৫ জন খালাস পেয়েছেন৷ যারা খালাস পেয়েছেন তারা অবিলম্বে চাকরিতে যোগ দিতে পারবেন৷

ছবি: DW

ঢাকায় বিডিআর বিদ্রোহ মামলায় সিগন্যাল ইউনেটের ১৮৭জন সদস্যকে আসামি করা হয়৷ বিচারকাজ পরিচালনা করেন বিজেবি'র উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ খান৷ ৩৩ কার্যদিবস শুনানির পর আজ রায় দেয়া হয়৷ রায়ে ২০ জনকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড দেয়া হয়৷ ৫ জনকে সর্বনিম্ন ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে৷ বাকিরা বিভিন্ন মেয়াদে করাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ দনণ্ডপ্রাপ্ত সবাইকে ১শ' টাকা করে জরিমানা করা হয়েছে৷ আর খালাস পেয়েছেন ৫ জন৷ প্রসিকিউটর মেজর মো. আহসান হাবীব জানান, বিচারে বিডিআর সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানকে বিবেচনায় নেয়া হয়েছে৷

সিগন্যাল ইউনিটের সদস্যরা বিডিআর বিদ্রোহের সময় মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করেন৷ তারা বিদ্রোহের ষড়যন্ত্রের খবর আগে পেলেও কর্তৃপক্ষকে সে খবর জানায়নি৷

প্রসিকিউটর মেজর মো. আহসান হাবীব জানান, যে ৫ জনকে খালাস দেয়া হয়েছে তাদের মধ্যে আদালতে দোষ স্বীকারকারী ২ জন বিডিআর সদস্য রয়েছেন৷

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন৷ ওই ঘটনায় বিদ্রোহের বিচারের জন্য বিডিআর আইনে সারা দেশে মোট ১১টি বিশেষ আদালত গঠন করা হয়৷ এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি আদালত৷ এই ৫টি আদালতে ১১টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের বিচার শেষ হল৷ হত্যা মামলার বিচার চলছে প্রচলিত আদালতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ