জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো৷ সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত৷ তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে৷
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, ইশিগাকি শহরের আরেকটি এলাকার নাম টোনোশিরো৷ অর্থাৎ ইশিগাকি শহরের একটি এলাকা ও একটি প্রশাসনিক অঞ্চলের নাম এখন একই, টোনোশিরো৷ এই বিভ্রান্তি দূর করতেই প্রশাসনিক অঞ্চলের নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে এই নাম ব্যবহার শুরু হবে৷
কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছেনা চীন৷ এবিষয়ে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘এই বিল (যার মাধ্যমে ইশিগাকি শহর কর্তৃপক্ষ নাম পরিবর্তন করেছে) চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ, যা অবৈধ৷ এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না৷''
মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল৷ এবিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা৷
এদিকে, সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের এই নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷
চীন-জাপান-তাইওয়ানের মধ্যে চলা এই বিতর্ক নতুন করে চীন ও জাপানকে রেষারেষির দিকে ঠেলে দিতে পারে, মনে করছেন অনেকে৷
এসএস/জেডএইচ (রয়টার্স)
চীন পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র৷ পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে স্থলসীমানা রয়েছে আরো ১৪টি দেশের৷ এদের অনেকের সঙ্গেই সীমানা নিয়ে ঝগড়া রয়েছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটির৷
চীনের দীর্ঘতম সীমানা রয়েছে মঙ্গোলিয়ার সঙ্গে (৪,৬৭৭ কিলোমিটার)৷ স্থলসীমায় আবদ্ধ মঙ্গোলিয়ার আরেক প্রতিবেশী দেশ হলো রাশিয়া৷ অতীতে বিরোধপূর্ণ ইতিহাস থাকলেও চীন বা রাশিয়ার সঙ্গে এখন সীমানা নিয়ে কোনো বিরোধ নেই মঙ্গোলিয়ার৷
ছবি: Reuters/B. Rentsendorjরাশিয়ার সঙ্গে দ্বিতীয় দীর্ঘতম সীমানা রয়েছে চীনের৷ তেমন বড় কোনো বিরোধ নেই৷
ছবি: Reuters/H. Wuভারতের সঙ্গে চীনের যৌথ সীমানা তিন হাজার ৩৮০ কিলোমিটারের৷ এর মধ্যে তিনটি অংশ জুড়ে বিরোধ রয়েছে৷ সম্প্রতি লাদাখে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে তা হলো পূর্ব অংশের সীমানায়৷ এছাড়া নেপাল ও ভুটানের সীমানা রয়েছে মাঝখানে৷
ছবি: picture-alliance/AP Photoবাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে চতুর্থ বৃহত্তম সীমানা রয়েছে চীনের, প্রায় দুই হাজার ১৮৫ কিলোমিটারের৷ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বে মিয়ানমারও রয়েছে৷ কারণ, সে অংশে তাদেরও সীমানা রয়েছে৷
ছবি: picture-alliance/dpaমধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সঙ্গে চীনের সীমান্ত এলাকা প্রায় দেড় হাজার কিলোমিটার (১,৫৩৩ কিমি) দীর্ঘ৷ সীমানা বিরোধ বলতে তেমন কিছু নেই৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/H. Huhuউত্তর কোরিয়া ও চীনের যৌথ সীমানার দৈর্ঘ্য এক হাজার ৪১৬ কিলোমটার৷ পায়েকতু পর্বত ও জিয়ানদাও এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে দু’দেশের৷
ছবি: picture-alliance/dpa/Yonhapমধ্য এশিয়ার আরেক দেশ কিরগিস্তানের সঙ্গে ৮৫৮ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷
ছবি: DW/L. Salm-Reifferscheidtদক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে চীনের সীমানা রয়েছে এক হাজার ২৮৩ কিলোমিটারের৷
ছবি: picture-alliance/CPA Media Co. Ltd/D. Henleyপাকিস্তানের সঙ্গে চীনের ৫২৪ কিলোমিটারের সীমানা৷ ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে চীনের সঙ্গে পাকিস্তানের সীমানা বিরোধের অবস্থা৷
ছবি: Reuters/R. Saeed Khanদক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সঙ্গে ৪৭০ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ এর মধ্যে কিছু অংশ নিয়ে বিরোধও আছে৷ ভারতের সঙ্গে চীনের সীমানা বিরোধের জেরও টানতে হচ্ছে ভুটানের৷
নেপালের সঙ্গেও চীনের সীমানা রয়েছে৷ এর দৈর্ঘ্য এক হাজার ৪৪০ কিলোমিটার৷ কালাপানি এলাকায় নেপাল ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/N. Shresthaচীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসের মধ্যকার সীমানা প্রায় ৪২৩ কিলোমিটার দীর্ঘ৷
ছবি: picture-alliance/dpa/J. Hoelzlমধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সঙ্গে চীনের সীমানার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷
ছবি: picture-alliance/Photoshotআফগানিস্তানের সঙ্গে সবচেয়ে কম এলাকার সীমানা রয়েছে চীনের৷ মাত্র ৭৬ কিলোমিটারের৷
ছবি: Getty Images/AFP/Shefayeeদক্ষিণ চীন সাগরে ব্রুনেই, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ আছে চীনের৷ এছাড়া পূর্ব চীন সাগরেও জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক এলাকা নিয়ে বিরোধ রয়েছে চীনের৷
ছবি: picture-alliance/Photoshot/M. Xiaoliang