1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কিত এলাকার নামবদল নিয়ে চীন-জাপান উত্তেজনা

২২ জুন ২০২০

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে৷ জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে৷ আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে৷

China Inselstreit im Ostchinesischen Meer
ছবি: picture-alliance/dpa/H. Shimoji

জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো৷ সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত৷ তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে৷

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, ইশিগাকি শহরের আরেকটি এলাকার নাম টোনোশিরো৷ অর্থাৎ ইশিগাকি শহরের একটি এলাকা ও একটি প্রশাসনিক অঞ্চলের নাম এখন একই, টোনোশিরো৷ এই বিভ্রান্তি দূর করতেই প্রশাসনিক অঞ্চলের নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে এই নাম ব্যবহার শুরু হবে৷

কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছেনা চীন৷ এবিষয়ে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘এই বিল (যার মাধ্যমে ইশিগাকি শহর কর্তৃপক্ষ নাম পরিবর্তন করেছে) চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ, যা অবৈধ৷ এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না৷''

মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল৷ এবিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা৷

এদিকে, সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের এই নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷

চীন-জাপান-তাইওয়ানের মধ্যে চলা এই বিতর্ক নতুন করে চীন ও জাপানকে রেষারেষির দিকে ঠেলে দিতে পারে, মনে করছেন অনেকে৷

এসএস/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ