1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হত্যার জন্য পুরস্কারের নিন্দা

২৩ সেপ্টেম্বর ২০১২

ইসলামবিরোধী ছবির নির্মাতাকে হত্যায় অর্থ পুরস্কারের বিষয়টি থেকে নিজেদেরকে দূরে রাখলো পাকিস্তান সরকার৷ সেদেশের ক্ষমতাসীন এক মন্ত্রী এই অর্থ পুরস্কার ঘোষণা করেন৷ তালেবান বা আল-কায়েদাকেও এই পুরস্কার দিতে আপত্তি নেই তার৷

ইসলামবিরোধী এই ছবিকে কেন্দ্র করে সহিংস প্রতিবাদে পাকিস্তানে গত শুক্রবার ২১ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এসময় আহত হয়েছে দু'শোর বেশি মানুষ৷ এই ঘটনার একদিন পর পরিচালককে হত্যায় পুরস্কার ঘোষণা করেন বিলৌর৷
ছবি: dapd

ইসলামবিরোধী ছবি হিসেবে পরিচিত ‘ইনোসেন্স অফ মুসলিমস' এর পরিচালককে হত্যার জন্য পুরস্কার৷ তাও এক-দুই টাকা নয়, পুরো এক লাখ মার্কিন ডলার! পাকিস্তানের রেলপথ মন্ত্রী গোলাম আহমেদ বিলৌর শনিবার এই পুরস্কার ঘোষণা করেন৷ তার ভাষায় এটি ‘মহান' কাজ৷ এবং এই কাজটি সম্পন্ন করতে তালেবান এবং আল-কায়েদাকেও আমন্ত্রণ জানান তিনি৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের এক মুখপাত্র বিলৌর-এর এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন এবং সেটি প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেন, ‘‘এটা পাকিস্তান সরকারের কোন নীতি নয়৷ এই ঘোষণার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই৷''

ইসলামবিরোধী এই ছবিকে কেন্দ্র করে সহিংস প্রতিবাদে পাকিস্তানে গত শুক্রবার ২১ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ এসময় আহত হয়েছে দু'শোর বেশি মানুষ৷ এই ঘটনার একদিন পর পরিচালককে হত্যায় পুরস্কার ঘোষণা করেন বিলৌর৷

পাকিস্তানের রেলপথ মন্ত্রী গোলাম আহমেদ বিলৌরছবি: Reuters

প্রসঙ্গত, ইসলাম এবং মহানবী মোহাম্মদকে ব্যঙ্গ করে নির্মিত এই স্বল্প বাজেটের ছবিটির অংশবিশেষ ইন্টারনেটে প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ ছবিটিকে কেন্দ্র করে প্রতিবাদ এবং হামলায় পঞ্চাশজনের বেশি প্রাণ হারায়৷

এই ছবির প্রতিবাদ জানাতে শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে পাকিস্তান৷ সেদেশের সরকারের আশা ছিল, ছুটির দিনে জনগণ শান্তিপূর্ণভাবে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে৷ এই দিন সেদেশের বিভিন্ন শহরে প্রায় পয়তাল্লিশ হাজার প্রতিবাদকারী রাস্তায় নামে৷ কিন্তু তাদের প্রতিবাদ শান্তিপূর্ণ নয়, বরং সহিংস হয়ে ওঠে এবং নিহত হয় ২১ ব্যক্তি৷

বিলৌর পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির একজন সদস্য৷ সেদেশের ক্ষমতাসীন ভঙ্গুর জোট সরকারের অন্যতম শরিক দল এটি৷ শনিবার পেশোয়ারে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি কেউ এই ঈশ্বরনিন্দুক - যিনি মহানবীকে ব্যঙ্গ করেছেন - তাকে হত্যা করতে পারে, তাহলে আমি তাকে এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেব৷'

প্রসঙ্গত, ইসলামবিরোধী ছবিটির পরিচালক হিসেবে নাকুলা বাসলি নাকুলাকে সনাক্ত করা হয়েছে৷ তিনি একজন মিশরী কপ্টিক খ্রিষ্টান এবং সাম বসিল ছদ্মনামে ছবিটি পরিচালনা করেছেন৷ মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নাকুলা ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং সেটি নির্মাণ করেছেন৷ পরিবারসহ আত্মগোপনে যাওয়ার আগে মার্কিন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে৷

এআই / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ